অষ্ট প্রহরব্যাপী শ্রী শ্রী তারক ব্রহ্ম হরিনাম মহাযজ্ঞানুষ্ঠান ও অপ্রাকৃত অষ্টকালীন লীলা কীর্ত্তন শুক্রবার শেষ হয়েছে। কেন্দ্রীয় ইন্দ্রপ্রাসাদ দেব মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আছলাম হোসেন সওদাগর। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান নূরুন্নবী খোকন চৌধুরী ও ইউপি চেয়ারম্যান একেএম মাহ্মুদুর রহমান রোজেন।
হাজার হাজার ভক্তবৃন্দের উপস্থিতিতে শ্রী কৃষ্ণের লীলা কীর্ত্তন পরিবেশন করেন কোলকাতা’র শ্রীমতি মমতা মন্ডল ও শ্রী প্রাণ প্রদীপ ঘোষ, যশোহর সাতক্ষীরা’র শ্রীমতি অঞ্জলী সরকার ও স্থানীয় শ্রী প্রাণ কৃষ্ণ মহন্ত।
নাম সূধা পরিবেশন করে গীতাঞ্জলী সম্প্রদায় (ঠাকুরগাঁও), মা যোগমায়া সম্প্রদায় (রংপুর), নব গোপাল সম্প্রদায় ও যুগল সম্প্রদায় (রংপুর, তারাগঞ্জ)।