গোবিন্দগঞ্জ পৌর মেয়র ও বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জননেতা আতাউর রহমান সরকার বলেছেন, ১০ জানুয়ারী বাঙ্গালীর মুক্তির সংগ্রামের ঐতিহাসিক দিন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে বাংলার মানুষ বিজয়ের পরিপূর্ণতা অর্জন করে।
গত ১০ জানুয়ারী ২০২০ শুক্রবার বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনা সভায় সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আতাউর রহমান সরকার উপরোক্ত কথাগুলো বলেছেন।
উক্ত দিবসের কর্মসূচীর মধ্যে ছিল দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন ও আলোচনা সভা। দলীয় কার্যালয়ে সকাল ১০টায় আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি প্রধান আতাউর রহমান বাবলুর সভাপতিত্বে ও যুগ্ন সম্পাদক মিয়া আসাদুজ্জামান হিরুর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের সহ সভাপতি সৈয়দ শরিফুল ইসলাম রতন, সংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান মন্ডল, কৃষক লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মুকু, আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক অধ্যক্ষ এ কে এম আব্দুর নুর, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন সম্পাদক জালাল উদ্দিন রুমী, পৌর আওয়মী লীগের যুগ্ন সম্পাদক সৈয়দ আজম, উপজেলা ছাত্রলীগের আহবায়ক ফরহাদ আকন্দ সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নের্তৃবৃন্দ।