জামালপুরের মেলান্দহে মুজিব বর্ষ ও বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন উপলক্ষে ১০ জানুয়ারি বেলা আড়াইটায় আনন্দ র্যালী ও শোভাযাত্রা বের হয়। উপজেলা প্রশাসন এর আয়োজন করে। উপজেলা পরিষদের মির্জা আজম অডিটোরিয়াম থেকে শোভাযাত্রাটি বের হয়ে মেলান্দহ বাজার প্রদক্ষিণ করে। এরপর হলরুমে আলোচনা সভা অনুুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত ইউএনও মাহমুদা বেগম এতে সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন-জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ফারুক আহাম্মেদ চৌধুরী, মেলান্দহ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কামরুজ্জামান, পৌরমেয়র আলহাজ শফিক জাহেদী রবিন, উপজেলা আ’লীগের সভাপতি আ: রাজ্জাক সুজা, সম্পাদক মো: জিন্নাহ, পৌর আ’লীগের সভাপতি আসাদুল্লাহ ফারাজী প্রমুখ।
অপরদিকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় পৃথক কর্মসূচি পালন করে। র্যালী শেষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন-বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান ড. এ.এইচ.এম মাহবুবুর রহমান।
বক্তব্য রাখেন- বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ, প্রফেসর ড. সুশান্ত কুমার ভট্টাচার্য, সিএসই বিভাগের চেয়ারম্যান ড. মাহমুদুল আলম, গণিত বিভাগের চেয়ারম্যান ড. মুহম্মদ শাহজালাল, ফিশারিজ বিভাগের প্রফেসর রফিকুল বারী প্রমুখ।