অসহায়, দুঃস্থ, এতিম, প্রতিবন্ধী এবং শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরন করলো রক্তই জীবন নামের আত্মমানবতার কল্যানে কাজ করা স্বেচ্ছাসেবী একটি সংগঠন। শুক্রবার সকাল সাড়ে ১০টায় ভেড়ামারা ডাকবাংলো চত্বরে কম্বল বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার সোহেল মারুফ। বিশেষ অতিথি ছিলেন, সাপ্তাহিক কুষ্টিয়ার মুখ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ডাঃ আমিরুল ইসলাম মান্নান, দৈনিক ভোরের কাগজ পত্রিকার সিনিয়র সাংবাদিক ইসমাইল হোসেন বাবু, সাপ্তাহিক কুষ্টিয়ার মুখ পত্রিকার নির্বাহী সম্পাদক ও দৈনিক মানবজমিন পত্রিকার সাংবাদিক শাহ্ জামাল। রক্তই জীবন সংগঠনের সভাপতি আল মামুন তালুকদার'র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারন সম্পাদক জহুরুল ইসলাম, শাওন আফরিন জয়, সাগর হোসেন পবন, হাসিবুল ইসলাম শান্ত, আশিক ইকবাল, লিখন সহ রক্তই জীবন সংগঠনের উদ্দোমী যুবকরা। অনুষ্ঠানে প্রায় শতাধিক শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন প্রধান অতিথি। শীত নিবারনের কম্বল পেয়ে শীর্তাত মানুষের মুখে হাসির ঝিলিক দেখা গেছে।