টঙ্গীর তুরাগ নদের তীরে শুক্রবার তাবলীগ জামাতের শীর্ষ মুরুব্বিদের আ’ম বয়ানের মধ্যদিয়ে শুরু হয়েছে তাবলিগ জামাতের শূরায়ী নেজামের (তাবলিগের পরামর্শ সভার আয়োজনে) ৫৫তম বিশ্ব ইজতেমা। ১২ জানুয়ারি দুপুরে আখেরি মোনাজাতের মধ্যদিয়ে তা শেষ হবে। ইজতেমাকে সামনে রেখে ইতিমধ্যে ময়দানের সকল কাজ সম্পন্ন হয়েছে। ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল এখন টঙ্গী মুখী। পুরো টঙ্গী নগরী এখন টুপি-পাঞ্জাবী পড়া মানুষের নগরে পরিণত হয়েছে। ইজতেমার মূল ময়দানে স্থান না পেয়ে অনেক মুসল্লি টঙ্গী-কামারপাড়া রোডে ফুটপাতে এমনকি আশপাশের মসজিদগুলোতে অবস্থান নিয়েছেন। ইবাদত-বন্দেগীর মোক্ষম সময় হৃদয়ে ধারণ করে মুসল্লিদের স্রোত টঙ্গী অভিমুখে বেড়েই চলছে। এ স্রোত থাকবে আখেরি মোনাজাতের আগ পর্যন্ত। তবে ঘোমট আবহাওয়া ও থেমে থেমে হালকা বৃষ্টি সমবেত মুসল্লিদের খানিকটা ভাবিয়ে তুলছে। আজ ইজতেমা ময়দানে দেশের বৃহত্তম জুমার জামাত অনুষ্ঠিত হবে। জুমার জামাতের ইমামতি করবেন কাকরাইল জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ জুবায়ের আহমেদ।
বিশ্ব ইজতেমা শুক্রবার শুরু হলেও বুধবার দুপুর থেকে জামাতবদ্ধ মুসল্লিরা ইজতেমা ময়দানে আসতে শুরু করেছেন। দেশের ৬৪টি জেলার মুসল্লিরা তাদের জন্য নির্ধারিত খিত্তায় অবস্থান নিয়ে ইবাদত বন্দেগিতে মশগুল থাকবেন। কোন কোন জেলার মুসল্লি¬ কোন খিত্তায় অংশ নেবেন সে দিক নির্দেশনাও ইতোমধ্যে দেয়া হয়েছে। ময়দানে মুসল্লিদের অবস্থানও জেলাওয়ারি নির্দিষ্ট খিত্তায় (ভাগে) বিভক্ত করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকেই ময়দানের প্রতিটি খিত্তায় আগত মুসল্লিদের উদ্দেশ্যে তালীম শুরু হয়েছে। বাংলাদেশের মাওলানা রবিউল হক বাদ ফজর আগত মুসল্লিদের উদ্দেশ্যে তালীমের বয়ান রাখেন।
এবারের ইজতেমায় বিশ্বের শতাধিক দেশের প্রায় ১০-১৫ হাজার বিদেশি মেহমান আখেরি মোনাজাতে অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে। বৃহস্পতিবার বিকেল পর্যন্ত ৫১টি দেশের প্রায় ২ হাজার বিদেশি মেহমান ময়দানে তাদের জন্য নির্ধারিত নিবাসে অবস্থান নিয়েছেন বলে জানিয়েছেন বিশ্ব ইজতেমার মিডিয়া সমন্বয়কারী মুফতি জহির ইবনে মুসলিম। তবে পাশ্ববর্তী দেশ ভারত থেকে সর্বোচ্চ সংখ্যক মুসল্লি ময়দানে অবস্থান নিয়েছেন বলে জানান তিনি।
দেশি-বিদেশি ইসলামী চিন্তাবিদ ও ওলামায়ে কেরামগণ ছয় উসুল যথা-ঈমান, নামাজ, এলেম ও জিকির, একরামুল মুসলিমীন, তাসহীহে নিয়ত, দাওয়াত ও তাবলীগ সম্পর্কে বিভিন্ন দিক-নির্দেশনামূলক মূল্যবান বয়ান রাখবেন। মূল বয়ান সঙ্গে সঙ্গে বিভিন্ন ভাষায় তরজমা করা হবে।
ইজতেমা উপলক্ষে আইনশৃংখলা জোরদার : বিশ্ব ইজতেমা উপলক্ষে টঙ্গীতে আইনশৃংখলা জোরদার করা হয়েছে। পাচঁ সেক্টরে ভাগ করে তিন স্তুরের নিরাপত্তার লক্ষ্যে ইজতেমার ময়দানসহ আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ইজতেমা মাঠের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বৃহস্পতিবার থেকে প্রায় ৮ হাজার পুলিশসহ র্যাব, সাদা পোশাকধারী বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদের মোতায়েন করা হয়েছে। এছাড়া বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ময়দানে আগত মুসল্লিদের নিরাপত্তায় চারপাশে টহল দিচ্ছেন। নিরাপত্তা জোরদার করতে র্যাবের কমিউনিকেশন উইং, পুলিশ ও গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে ২০টি প্রবেশপথসহ চারপাশের গুরুত্বপূর্ণ স্থানে তিন শতাধিক ক্লোজসার্কিট ক্যামেরা বসানো হয়েছে। এছাড়াও রয়েছে মেটাল ডিটেক্টর, নাইটভিশন গগল্স, বাইনোকুলার, বোম্ব ডিসপোজাল টিম, এন্টিটেরোরিজম ইউনিট, হেলিকপ্টার-নৌ টহল ও স্টাইকিং ফোর্স। বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার উঠানামার জন্য বাটা গেট ও জেরিনা গার্মেন্ট কারখানায় দুটি হেলিপ্যাড প্রস্তুত রাখা হয়েছে। র্যাবের ইন্টেলিজেন্সের সদস্যরা সন্ত্রাসী কর্মকান্ডসহ ইজতেমা মাঠে কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটতে পারে সে ব্যাপারে কড়া নজরদারি রাখবেন। প্রতিটি খিত্তায় বিশেষ টুপি পরিহিত ও সাদা পোশাকধারী গোয়েন্দা সদস্য অবস্থান করবেন। এছাড়াও তারা ইজতেমা মাঠসহ আশপাশের কোথায় কি হচ্ছে না হচ্ছে প্রত্যক্ষ করার জন্য ল্যাপটপ কম্পিউটারের স্ক্রিনে সার্বক্ষণিক দৃষ্টি রাখবেন। নিরাপত্তার স্বার্থে বিভিন্ন স্থানে বসানো র্যাবের ১০টি ও পুলিশের ১৪টি পর্যবেক্ষণ টাওয়ার থেকে পর্যবেক্ষক দল সার্বক্ষণিক বিশ্ব ইজতেমা ময়দানের পর্যবেক্ষণ করবেন।
ইজতেমা ময়দান পরিদর্শণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন: বৃহস্পতিবার দুপুরে ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব এডভোকেট শেখ মো. আব্দুল্লাহ টঙ্গী ইজতেমা ময়দান পরিদর্শনে আসেন। এসময় তিনি ময়দানের উত্তর পাশে নিউ মুন্নু ফাইন কটন মিলস মাঠে স্থাপিত ইসলামী ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প ইসলামিক মিশন ও হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াকফ) লি. উদ্বোধন করেন। হামদর্দ বোর্ড অব ট্রাষ্ট্রিজ-এর চেয়ারম্যান কাজী গোলাম রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম, ধর্ম সচিব নুরুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের ডিজি আব্দুল হামিদ জমাদ্দার, হামর্দদের ব্যবস্থাপনা পরিচালক ডা: হাকীম ইউছুফ হারুন ভূঁইয়া প্রমুখ।
উদ্বোধনকালে ধর্মপ্রতিমন্ত্রী আলহাজ্ব এডভোকেট শেখ মো. আব্দুল্লাহ বলেন, টঙ্গীর বিশ্ব ইজতেমার খাতিরে বর্হিবিশ্বের কাছে বাংলাদেশের নাম অতি পরিচিত। তাই ইজতেমা সারাবিশ্বে বাংলাদেশের ঐতিহ্য বহন করে চলেছে। তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব ইজতেমায় আগত মুসল্লিদের যাতে কোন প্রকার সমস্যা না হয় সেজন্য সরকারের সকল বিভাগকে কড়া নির্দেশ দিয়েছেন। ইজতেমায় প্রশাসনের পক্ষ থেকে কড়া নজরদারি রয়েছে। আল্লাহ তা’য়ালার অশেষ মেহেরবানীতে সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে ৫৫তম বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। আমি ইজতেমার সর্বাঙ্গীন সফলতা কামনা করছি।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল বলেছেন, বিশ্বইজতেমার সকল কার্যক্রম সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে। ইতিমধ্যে দেশ-বিদেশের কয়েক লাখ মুসল্লি ময়দানে সমবেত হয়েছেন।
গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম বলেন, ধর্মপ্রাণ মুসল্লিদের আগমনে টঙ্গী ও এর আশপাশের সকল সড়ক-মহাসড়ক ঠাই নেই ঠাই নেই অবস্থা। আখেরি মোনাজাতের আগ পর্যন্ত মুসল্লি আগমন স্রোত অব্যাহত থাকবে। এবারের বিশ্ব ইজতেমা উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও গাজীপুর সিটি করপোরেশনের পক্ষ থেকে ব্যাপক কর্মসূচি হাতে নেয়া হয়েছে। সিটি করপোরেশনের কাউন্সিলর, কর্মকর্তা ও কর্মচারিদের সমন্বয়ে ১৪টি কমিটি গঠনের মাধ্যমে সুনির্দিষ্টভাবে দায়িত্ব প্রদান করা হয়েছে। ময়দানে আগত ধর্মপ্রাণ মুসল্লিদের নির্বিঘ্নে চলাচলের জন্য ইতোমধ্যে ময়দানের চারপাশে অত্যাধুনিক ৬ হাজার এলইডি লাইট স্থাপন করা হয়েছে। এছাড়াও বিশ্ব ইজতেমা ময়দান ও আশপাশের এলাকা দুর্গন্ধ ও রোগজীবানুুমুক্ত রাখতে ৬শ’ ড্রাম ব্লিচিং পাউডার ও দুই হাজার লিটার কেরোসিন ছিটানো হচ্ছে। মশা মাছি তাড়াতে ৬০টি ফগার মেশিনে মশানাশক ওষুধ করা হচ্ছে এবং রাস্তার ধূলাবালি রোধ করার জন্য প্রতিদিন সিটি করপোরেশনের পক্ষ থেকে পানি ছিটানো হবে। এছাড়াও ৬০টি গার্বেজ ট্রাকের মাধ্যমে দিনরাত বর্জ্য অপসারণ কার্যক্রম চলবে।
যেসব শূরা সদস্য ময়দানে উপস্থিত রয়েছেন : ইজতেমা ময়দানে ভারত ও পাকিস্তানের বেশ কয়েকজন শূরা সদস্য উপস্থিত রয়েছেন। তারা হলেন- ভারতের মাওলানা আহমদ লাট, মাওলানা ইব্রাহীম দেওলা, মাওলানা ফারুক ওরফে ভাই ফারুক, মাওলানা জুহায়েরুল হাসান, মাওলানা ইসমাইল গোদরা ও পাকিস্তানের মাওলানা জিয়াউল হক, মাওলানা খুরশিদ আলম, মাওলানা ডা: নওশাদ, মাওলানা ফাহিম, মাওলানা হাসমত উল্লাহ, মাওলানা বখতে মুনির ও মাওলানা শাহেদ। ইজতেমা শূরা সদস্যরা একদফায় স্থান সংকুলান হবে না দাবি করে শূরায়ী নেজামের ইজতেমাকে আগামীতে দু’দফায় করার আহ্বান জানান।
ময়দানে যারা তালিমী বয়ান করলেন: শুক্রবার বাদ ফজর থেকে ইজতেমার মূল আনুষ্ঠানিকতা শুরু হলেও বৃহস্পতিবার বাদ ফজর থেকেই তালিমী বয়ান শুরু হয়েছে। বাদ ফজর বয়ান করেন বাংলাদেশের মাওলানা রবিউল হক, বাদ আছর বয়ান করেন পাকিস্তানের মাওলানা ফাহিম, বাদ মাগরিব বয়ান করেন ভারতের মাওলানা ইব্রাহীম দেওলা। তবে শুক্রবার বাদ ফজর পাকিস্তানের মাওলানা খুরশিদ আলমের আ’ম বয়ানের মধ্যদিয়ে ইজতেমার বয়ান শুরু হওয়ার কথা রয়েছে।
ময়দানে এক মুসল্লির মৃত্যু : ইজতেমা ময়দানে (খিত্তা নং-৫৩ ও খুঁটি নং-২৬৫) যাওয়ার সময় সকাল সাড়ে ছয়টায় হৃদরোগে আক্তান্ত হয়ে গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানার লাখিরপাড় গ্রামের হাশেম শিকদারের ছেলে ইয়াকুব শিকদার (৭৫) মারা গেছে। নামাজে জানাযা শেষে তার লাশ গ্রামের বাড়িতে পাঠিয়ে দেয়া হয়েছে।
টঙ্গীতে একপশলা বৃষ্টি : বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে একপশলা হালকা বৃষ্টি হয়ে যায় টঙ্গীতে। এতে মুসল্লিরা কিছুটা সমস্যায় পড়েন। সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছিল। তবে এবার যে সব মুসল্লি ময়দানে তাদের খিত্তায় অবস্থান নিয়েছেন তাদের প্রায় সবাই বৃষ্টির বিষয়টি মাথায় রেখে পলিথিন-কাগজ সঙ্গে নিয়ে এসেছেন। বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পেলে ময়দানে চটের নিচে অবস্থান নেয়া মুসল্লিরা দুর্ভোগে পড়বেন। বিশেষ করে খোলা আকাশের নিচে রান্না-বান্না এবং খিত্তায় অবস্থান করাও কঠিন হয়ে যাবে।
যেসব প্রতিষ্ঠান বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ করবে : ইজতেমা মাঠের উত্তরপাশে নিউ মুন্নু ফাইন কটন মিলস মাঠে ইসলামী ফাউন্ডেশনের ইসলামিক মিশন, হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াকফ) বাংলাদেশ, যমুনা ব্যাংক ফাউন্ডেশন, ইবনে সিনা, গাজীপুর সিটি করপোরেশন, গাজীপুর সিভিল সার্জন, টঙ্গী ঔষধ ব্যবসায়ী কল্যাণ সমিতি, র্যাব, বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশনসহ প্রায় অর্ধশতাধিক সেবামূলক প্রতিষ্ঠান তাদের তৈরিকৃত স্টলে বিনামূল্যে ঔষধ সরবরাহ করবে।
ইজতেমা কমিটির বক্তব্য : বিশ্ব ইজতেমা আয়োজক কমিটির শীর্ষ মুরুব্বি প্রকৌশলী মাহফুজ হান্নান জানান, ইতিমধ্যে ইজতেমা ময়দানের সকল প্রস্তুতির কাজ সম্পন্ন হয়েছে। দেশ-বিদেশের ধর্মপ্রাণ মুসল্লিরা ময়দানে স্ব-স্ব খিত্তায় এসে অবস্থান নিচ্ছেন। দেশের ৬৪টি জেলার লাখ লাখ মুসল্লি বিশ্ব ইজতেমায় অংশগ্রহণ করবেন, ইনশাআল্লাহ। তবে এবার ময়দানে মুসল্লিদের স্থান সংকুলান হবে না দাবি করে তিনি আগামীতে ময়দানের পরিধি বর্ধিত করার জন্য সরকারের কাছে আহ্বান জানান।