৩য় বাংলাদেশ ডিজিটাল দিবস -২০১৯ উপলক্ষে আইসিটি খাতে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে সমাজসেবা অধিদপ্তরকে ডিজিটাল বাংলাদেশ শ্রেষ্ঠ অধিদপ্তর পুরস্কারে ভুষিত করায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে বৃহস্পতিবার সকালে রংপুরে আনন্দ র্যালী ও আলোচনা সভার আয়োজন করে সমাজসেবা অধিদপ্তর রংপুর বিভাগীয় ও জেলা কার্যালয়।
রংপুরের জেলা প্রশাসক মো: আসিব আহসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তার কার্যালয়ের সামনে এই আনন্দ র্যালীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। র্যালীটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে রংপুর টাউন হল চত্বরে এসে শেষ হয়। সেখানে সমাজসেবা অধিদপ্তরকে শ্রেষ্ঠ হিসেবে পুরস্কৃত করায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন সমাজসেবা অধিদপ্তরের বিভাগীয় উপ-পরিচালক অনিল চন্দ্র বর্মন, রংপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোশাররফ হোসেন, সুইড বাংলাদেশ রংপুরের নির্বাহী সচিব ও সাংবাদিক সুশান্ত ভৌমিক, সমাজ কল্যান পরিষদের সদস্য চায়না চৌধুরী প্রমুখ। এতে সভাপতিত্ব করেন সমাজসেবা কার্যালয় রংপুরের সদ্য উপ-পরিচালক হিসেবে পদোন্নতিপ্রাপ্ত আব্দুল মতিন।
এই আনন্দ র্যালীতে সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা ছাড়াও নগরীর বিভিন্ন সংগঠনের কর্মকর্তা ও সংগঠকরা অংশ গ্রহন করে।