কুড়িগ্রামের উলিপুরে অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করায় প্রায় দেড় লক্ষাধিক টাকা মূল্যের প্লাস্টিকের পাইপ নষ্ট করে দিয়েছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বজরা ইউনিয়নের সাদুয়াদামার হাট ও সাতালস্কর এলাকার তিস্তা নদীর পাড়ে এ ঘটনা ঘটে।
জানা গেছে, উপজেলার জুম্মাহাট এলাকার মাইদুল ইসলাম , পশ্চিম বজরা গ্রামের আবু তালেব ও একই এলাকার আব্দুল গফ্ফার নামের তিন বালু ব্যবসায়ী অবৈধভাবে তিস্তা নদীর কিনারে ড্রেজার মেশিন বসিয়ে দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করে আসছিল। এতে আশপাশের বেশ কয়েকটি গ্রাম তিস্তা নদীর ভাঙ্গনের আশংকা করলে স্থানীয় লোকজন সংশ্লিষ্ট প্রশাসন বরাবর অভিযোগ করেন। এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি ) সোহেল সুলতান জুলকার নাইন কবির ঘটনাস্থলে গিয়ে তালেব ও মাইদুল ইসলামের প্রায় দেড় লক্ষাধিক টাকা মূল্যের ১৯০০ ফিট প্লাস্টিকের পাইপ নষ্ট করে দেন।