জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২০ (১ম রাউন্ড) উপলক্ষে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় অনুষ্ঠিত হয়েছে অবহিতকরণ ও পরিকল্পনা সভা। গতকাল বৃহস্পতিবার উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মাহমুদ হাসান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আল টবি, ভাইস-চেয়ারম্যান মকলেছার রহমান জিল্লুর, মহিলা ভাইস-চেয়ারম্যান লক্ষী রানী বর্মন। স্বাগত বক্তব্য রাখেন উপেজলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.এস আই এম রাজিউল করিম। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, শিক্ষক, জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বিস্তারিত দিক তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলেন, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ রাখতে হলে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালনে সংশিষ্ট সকলকে আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে হবে। তবে আমরা আমাদের আগামী দিনের ভবিষ্যৎ মা ও শিশুদের সুস্থ রাখতে সক্ষম হবো। আগামী ১১ জানুয়ারী মাঠকর্মী গিয়ে শিশুদের এই ভিটামিন “এ” প্লাস খাওয়াবে।