গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বড়ই বাড়ী ও দড়বাড়িয়া এলাকায় বুধবারে সন্ধ্যায় পরিবেশ অধিদপ্তর ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অবৈধ ইট ভাটা পরিচালনা ও পরিবেশ দূষন করার অভিযোগে ইটভাটা উচ্ছেদ ও ৪ টি ভাটাকে ২০লাখ টাকা জরিমানা করেন।
সুত্র জানায়, পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে বড়ই বাড়ী ন্যাশনাল ব্রিকস- ১ কে ৫ লাখ টাকা, বড়ই বাড়ী ন্যাশনাল ব্রিকস-২ কে ৫ লাখ টাকা, মা ব্রিকস কে ৫ লাখ টাকা, সেভেন স্টার ব্রিকস কে ৫ লাখ টাকা করে সর্বমোট ২০ লাখ টাকা জরিমানা করেন।
এসময় গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মো. আব্দুস সালাম সরকার, সহকারী পরিচালক মো. আশরাফ উদ্দিন, পরিদর্শক শেখ মোজাহীদ ও দিলরুবা আক্তার ,এছাড়া এ অভিযানে গাজীপুর র্যাব-১ ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।