আগামী ১১ জানুয়ারি শনিবার সারা দেশব্যাপী আয়োজিত জাতীয় ভিটামিন ”এ” প্লাস ক্যাপসুল প্রথম রাউন্ডে রংপুরের ৮ উপজেলায় ৩ লাখ ৪৫ হাজার ৬১২ এবং রংপুর সিটি কর্পোরেশন (রসিক) এলাকায় ১লাখ ৭ হাজার ৪৬ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
বৃহস্পতিবার সকালে এ উপলক্ষে রংপুর সিভিল সার্জন মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রংপুরের সিভিল সার্জন ডাক্তার হিরম্ব কুমার রায় জানান, এবারের প্রথম রাউন্ডে রংপুরের ৮ উপজেলায় ৩ লাখ ৪৫ হাজার ৬১২ জন ৬ মাস থেকে ৫ বছর কম বয়সী শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৩৬ হাজার ৮১৩ জন শিশুকে নীল রং এর ক্যাপসুল এবং ৩ লাখ ৮ হাজার ৭৯৯ জন ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে লাল রং এর ক্যাপসুল খাওয়ানো হবে। জেলার ৮ উপজেলার ১ হাজার ৮৩২ টি কেন্দ্রের মাধ্যেমে ১ হাজার ৩৬২ জন সুপারভাইজার এবং ৩ হাজার ৬৬৪ জন স্বেচ্ছাসেবীর মাধ্যমে এই ৩ লাখ ৪৫ হাজার ৬১২ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে । এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পুষ্টি কার্যক্রমের জেলা সমন্বয়কারী লংকেস্বর বর্ম্মন এবং স্বাস্থ্য কর্মকর্তা অরবিন্দু কুমার মদোক।
এদিকে রসিক মিলনায়তনে বুধবার এক সংবাদ সম্মেলনে জানানো হয় আগামী শনিবার রসিকের ৩৩টি ওয়ার্ডে ২৯৫ টি কেন্দ্রের মাধ্যেমে ৬৬জন প্রথম সারির ,৭৭ জন সুপারভাইজার ও৬৩৪ জন স্বেচ্ছাসেবীর মাধ্যমে ১লাখ ৭ হাজার ৪৬ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে । এছাড়া অতিরিক্ত ৮টি ভ্রাম্যমান টিম কাজ করবে । এ সময় ৬ মাস থেকে ১১মাস বয়সী ১৯ হাজার ২৮৩ জন শিশুকে নীল রং এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১লাখ ৭ হাজার ৪৬ জন শিশুকে লাল রং এর ভিটামিন এ ক্যাপসুল খায়ানো হবে। কোন শিশুর পার্শ প্রতিক্রিয়া দেখা দিলে সাথে সাথে জেলা ও উপজেলার স্থানীয় স্বাস্থ্য কেন্দ্র কিংবা সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগে যোগাযোগ করতে বলা হয়েছে।