কুড়িগ্রামের উলিপুরে পৃথক ৩ স্থানে অভিযান চালিয়ে ১৫ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর তাদের কুড়িগ্রাম জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পৃথক পৃথক স্থানে অভিযানে চালিয়ে উপজেলার ধামশ্রেনী ইউনিয়নের পশ্চিম নাওড়া মলাতিপাড়া গ্রাম থেকে ৪ জন, গুনাইগাছ ইউনিয়নের রামপ্রসাদ মতুল্লাপাড়া গ্রাম থেকে ৭ জন ও থেতরাই ইউনিয়নের দড়িকিশোরপুর গ্রাম ৪ জুয়াড়িকে আটক করা হয়। এসময় আটককৃত জুয়াড়িদের কাছ থেকে ৩ হাজার ৫ শত ৬০ টাকা, ১ টি টিভি ও ২টি মোবাইল ফোন জব্দ করা হয়।
উলিপুর থানার অফিসার ইনচার্জ মোয়াজ্জেম হোসেন বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর কুড়িগ্রাম জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।