কুড়িগ্রামের কৃতি সন্তান কবি ও সাংবাদিক নেতা কবি আব্দুল হাই শিকদারকে ফুলেল সংবর্ধনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় ফুলবাড়ী সাহিত্য পরিষদের পক্ষ থেকে সাহিত্য পরিষদ কার্যালয়ে তাকে এই ফুলেল সংর্বধনা প্রদান করা হয়।
এতে বক্তব্য রাখেন কবি ও সাংবাদিক নেতা কবি আব্দুল হাই শিকদার, কুড়িগ্রামের সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব আলতাফ হোসেন, ছাত্রনেতা মাহবুব মিয়া, ফুলবাড়ী সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সাংবাদিক ইউনুছ আলী আনন্দ প্রমূখ।
কবি আব্দুল হাই শিকদার বলেন, তিনি ফুলবাড়ীতে প্রথমবারের মতো সফর করলেন। ফুলবাড়ী সাহিত্য পরিষদ তাকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করায় তিনি আনন্দিত। সাহিত্য সব মানুষের জন্য। সকল রাজনৈতিক মতাদর্শের মানুষ সাহিত্যের সঙ্গে সম্পৃক্ত হতে পারেন। তিনি ফুলবাড়ী সাহিত্য পরিষদ কর্তৃপক্ষকে ভালো লেখার উপর অগ্রাধিকার দিয়ে সাহিত্য চর্চা চালিয়ে যাওয়ার আহবান জানান। কবি আব্দুল হাই শিকদার এ সময় ফুলবাড়ী সাহিত্য পরিষদকে একটি আলমারিসহ আলমারি ভর্তি সাহিত্যের বই অনুদান প্রদানের ঘোষণা দেন।