নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় অবৈধ ভাবে মাটি কাটা ও সরকারী জমি দখল করে ঘর নির্মানের অভিযোগে দু’জনকে পৃথক পৃথক ভাবে ৭০হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যামান আদালত। বুধবার রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইয়াছিন উক্ত ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানাযায়, চরপার্বতী ইউনিয়নের কদমতলা-মৌলভী বাজার এলাকায় অবৈধ ভাবে মাটি কাটার অপরাধে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ (১৫) ধারায় চরপার্বতী গ্রামের ৯নং ওয়ার্ডের নুর নবীর ছেলে মোহাম্মদ আলীকে (৪৫) ৫০হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সময় পৃথক ভাবে চরফকিরা ইউনিয়নের ১৬নং স্লুইজ গেইট এলাকায় সরকারী জায়গা দখল করে অবৈধ ভাবে ঘর নির্মানের অভিযোগে দন্ডবিধি ২৯১ ধারা অনুযায়ী চরফকিরা গ্রামের ৮নং ওয়ার্ডের আবদুল মতিনের ছেলে ইব্রাহীমকে (৪০) ২০ হাজার জরিমানা করা হয়।