জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় কাঠ বোঝাই একটি ট্রাক উল্টে একজন কাঠ ব্যবসায়ীসহ ট্রাকে থাকা সাতজন শ্রমিক গুরুতর আহত হয়েছেন। গত ৮ জানুয়ারি বুধবার রাত ৯ টার দিকে উপজেলার বাউশী ইজারাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, জেলার মাদারগঞ্জ উপজেলার শ্যামগঞ্জ কালিবাড়ী বাজার থেকে কাঠ বোঝাই একটি ট্রাক টাঙ্গাইল যাওয়ার পথে সরিষাবাড়ীর বাউশী ইজারাপাড়া এলাকায় পৌছিলে ট্রাকটি উল্টে খাদে পড়ে যায়। এসময় ট্রাকের উপরে থাকা একজন কাঠ ব্যবসায়ীসহ কমপক্ষে সাতজন শ্রমিক গুরুতর আহত হয়।
এ খবর পেয়ে সরিষাবাড়ী থানা পুলিশ ও সরিষাবাড়ী ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে প্রথমে সরিষাবাড়ী উপজেলা হাসপাতালে ভর্তি করেন। আহতরা হলেন- কাঠ ব্যবসায়ী মো. শহিদুল ইসলাম, ট্রাক শ্রমিক ফাহাদ হোসেন, আব্দুল হাকিম, মানিক, তুলা মিয়া, আইয়ুব নবী ও বাবু মিয়া । তাদের প্রত্যেকের বাড়ি টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার নন্দনপুরের সুন্দর চরপাড়া গ্রামে। এদের মধ্যে শ্রমিক শমসের আলীর অবস্থা অবনতি হলে তাকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তবে এ দুর্ঘটনার পর ট্রাকটির চালক ও হেলপার পালিয়ে গেছে।
এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। এ বিষয়ে এখন্ োকেউ অভিযোগ করেনি। অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।