মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম তুহিন মাদকের সাথে সম্পৃক্ত থাকায় তাকে অব্যাহতি দেয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মুন্সীগঞ্জ জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সাধারণ সম্পাদক জহিরুল কবির আমজাদের দলীয় পেডে সাক্ষরিত এক পত্রের মাধ্যমে তাকে অব্যাহতি দেয়ার তথ্যটি জানা যায়। থানা সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় মুন্সীগঞ্জের গজারিয়ায় উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম তুহিনসহ ৩জন মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ আটক করে গজারিয়া থানা পুলিশ। পরে আটককৃতদের মাদক মামলায় আসামি ভ’ক্ত করে মুন্সীগঞ্জ কোর্টে পেরণ করে। মুন্সীগঞ্জ জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সাধারণ সম্পাদক জহিরুল কবির আমজাদ বলেন,গত ৮ জানুয়ারী মাদক মামলায় গ্রেফতার হওয়ায় তুহিনকে সংগঠনের সকল কার্যক্রম থেকে সাময়িক ভাবে অব্যাহতি প্রদান করা হয়।