কলারোয়ার রামভদ্রপুরের হাফিজিয়া মাদরাসা ও এতিমখানায় কম্বল বিতরণ করা হয়েছে। ওই প্রতিষ্ঠানের ৪০জন ছাত্রের হাতে ১টি করে কম্বল তুলে দেয়া হয়। উপজেলার চন্দনপুর ইউনিয়নের রামভদ্রপুর মরহুম মোকছেদ আলী মন্ডল হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার ছাত্রদের মাঝে মঙ্গলবার সন্ধ্যায় কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মাজেদ মন্ডল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চন্দনপুর ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি। এসময় ইউপি সদস্য হাসান মাসুদ পলাশ, সমাজসেবক হারুন অর রশীদ, চন্দনপুর ইউনাইটেড কলেজের প্রভাষক হুমায়ুন কবির, বিশিষ্ট ব্যবসায়ী শহর আলী, হাফিজিয়া মাদরাসার শিক্ষক হাফেজ মহিউদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রতিষ্ঠানের পরিচালক হারিজ মোহাম্মাদ পরশ।