কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের ব্রজবাকসায় পুনঃ খননকৃত খালের পানিতে ডুবে ফিরোজা খাতুন (২৬) নামে এক মেয়ের মর্মান্তি মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার হেলাতলা ইউনিয়নের ব্রজবাকসা কারিগর পাড়া গ্রামের আব্দুর রশিদের ছোট মেয়ে ফিরোজা খাতুন বাড়ির পার্শের ব্রিজ সংলগ্নে পুনঃ খননকৃত খালে গোসল করতে যেয়ে পানিতে ডুবে মারা যায় (ইন্না লিল্লাহি ওয়াইন্নাইলাহী রাজিঊন)। পরিবার সূত্রে জানা যায়, ফিরোজা খাতুন ছোট বেলায় থেকেই মৃগী রোগে ভুগছিল। দুপুরে প্রতিদিনের মত স্থানীয় (পুনঃ খননকৃত) খালে গোসল করতে গেলে মৃগী রোগাক্রান্তে অচেতন হয়ে পানিতে ডুবে যায় । বাড়িতে আসতে দেরি হওয়ায় পরিবার ও স্থানীয় জনগন খালের পানিতে ৩ ঘন্টা ধরে সন্ধান চালিয়ে ওই খাল থেকে লাশ উদ্ধার করে। ওই দিন রাতে নিজ বাড়িতে স্থানীয় মসজিদের ইমাম মাওলানা জিল্লুর রহমান মরহুমার রুহের আত্মার মাগফেরাত কামনা করে দাফনকার্য ও জানাযা সম্পন্ন করেন। পরে পারিবারিক কবর স্থানে লাশ দাফন করেন। এসময় পরিবার আত্মীয় স্বজন প্রতিবেশীরা মরহুমার রুহের আত্মার মাগফেরাত কামনা করে গভীর শ্রদ্ধা ও শোক প্রকাশ করেন। উল্লেখ্য, স্থানীয়রা ‘৯৯৯’ এ দেরিতে জরুরি সেবা কল করেন। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসার পূর্বে লাশ উদ্ধার করেন প্রতিবেশীরা ।