পাটকেলঘাটায় ‘মানব’ সংগঠনের অষ্টাদশ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। পাটকেলঘাটা কুমিরা গুরুপল্লীর মানব ভবন মিলনায়তনে বুধবার বিকাল ৪টায় মানবের প্রতিষ্টাতা পাটকেলঘাটা হারুণ-অর রশিদ ডিগ্রি কলেজের বাংলা বিষয়ের প্রাক্তন সহকারী অধ্যাপক বিরেন্দ্র নাথ মাহাতা’র সভাপতিত্বে অনুষ্টানে বক্তব্য রাখেন কুমিরা মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ড. বিধান কুমার ঘোষ,জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের সাতক্ষীরা শাখার সভাপতি কুমিরা মহিলা কলেজের অধ্যাপক প্রশান্ত কুমার রায়,পাটকেলঘাটা হারুণ-অর রশিদ ডিগ্রি কলেজের ইংরেজি প্রভাষক নাজমুল হক, শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন নয়ন পাল,ফারহানা ইয়াছমিন যুথী,ইভান কবীর,পারভেজ সরদার,কবিতা আবৃত্তি করেন আকাশ ঘোষ,সংগীত পরিবেশ করেন ফারহানা ইয়াছমিন যুথী। সমগ্র অনুষ্টানটি পরিচালনা করেন ফারজানা শারমিন ও আফসানা তাওসিন লিজা ।