সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে সমসাময়িক বিষয় নিয়ে আলোচনার সময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদ্য ভাষণ বিএনপির গাত্রদাহের কারণ হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, ‘সত্যি কথা বলার সাহস প্রধানমন্ত্রীর আছে এবং তিনি তা বলতে পারেন।’
বুধবার (৮ জানুয়ারি) সচিবালয়ে সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে তিনি এসব কথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, ‘২০২১ সালের ৩০ জুনের মধ্যেই মেট্রোরেলের কাজ শেষ হবে। আশা করছি, ২০২১ সালের বিজয়ের মাসেই আমরা জনগণের জন্য তা উন্মুক্ত করতে পারবো। যে যাই বলুক, নির্মাণ ঠিকাদারি জাপানি প্রতিষ্ঠান কাজ করতে নির্ধারিত টাইম ফেল করেছে এমন কোনো নজির নাই। এই মুহূর্তে স্বস্থির বিষয় হচ্ছে, ঢাবি শিক্ষার্থীকে ধর্ষণের মূল আসামি গ্রেপ্তার হয়েছে।’