“দলিত জনগোষ্ঠিকে উন্নয়নের মূল ধারায় সম্পৃক্তকরনে রাষ্ট্রের করণীয় ” শীর্ষক সংলাপ রাজবাড়ীতে অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে রাজবাড়ীর ভবানীপুর এলাকায় এনজিও ভিপিকেএ’র সম্মেলন কক্ষে বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা শারি, সমন্বিত প্রমিলা মুক্তি প্রচেষ্টা ও বাংলাদেশ দলিত এণ্ড মাইনরিটি হিউম্যান রাইটস মিডিয়া ডিফেন্ডার ফোরামে যৌথ উদ্যোগে ওই সংলাপ অনুষ্ঠিত হয়।
জেলা পর্যায়ের এই সংলাপে রাজবাড়ী প্রেস ক্লাবের সভাপতি ও রাজবাড়ী জজ কোর্টের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট খান মো. জহুরুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন রাজবাড়ী বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট গনেশ নারায়ণ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, রাজবাড়ীর জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট উজির আলী শেখ, বিশেষ পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট উমা সেন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তৃতা করেন শারির সমন্বয়কারী রঞ্জন বকসী নুপু। অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্ব পালন করেন বাংলাদেশ দলিত এণ্ড মাইনরিটি হিউম্যান রাইটস মিডিয়া ডিফেন্ডার ফোরামের সহসভাপতি মো. সোহেল রানা।
অনুষ্ঠানে রাজবাড়ীর পাচটি উপজেলার দলিত সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও নারী পুরুষ উপস্থিত ছিলেন।