কচুয়ায় মৌলিক স্বাক্ষরতা প্রকল্প (৬৪ জেলা) বাগেরহাট এর ২য় পর্যায়ে শিক্ষক ও সুপারভাইজাদের ৫দিন ব্যাপী বুনিয়াদী প্রশিক্ষনের উদ্বোধনী অনুষ্ঠান গতকাল বুধবার সকাল ১০টায় হেল্প এনজিও এর উদ্যোগে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো বাগেরহাট ্এর সহযোগিতায় কচুয়া পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়। হেলপ এর প্রোগ্রাম কো অডিনেটর অসীম সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেল্প এনজিও-র পরিচালক ফরিদা আক্তার বানু। অনুষ্ঠানে প্রশিক্ষন প্রদান করেন উপজেলা প্রোগাম কর্মকর্তা উপানুষ্ঠিানিক শিক্ষা ব্যুরো কচুয়া মো. শহীদুল ইসলাম। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মো. আবদুল্লাহ আল মাহমুদ,প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক সেখ সরোয়ার হোসেন, মাধ্যমিক শিাক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক সলিল বরণ পাইক। প্রশিক্ষনে উপজেলার ৬৪০জন শিক্ষক ও ১৬জন সুপারভাইজারকেহ প্রশিক্ষকন দেওয়া গয়।