ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশের পৃথক অভিযানে ইয়াবা ট্যাবলেট এবং গাঁজাসহ একাধিক মাদক মামলার গ্রেফতারি পরোয়ানাভূক্ত ২ আসামি লাভলী ও শহিদ গাজী গ্রেফতার।
মঙ্গলবার (৭ জানুয়ারী) বেলা সাড়ে ৩ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার আড়পাড়া এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ ২৩ টিরও অধিক মামলার আলোচিত নারী মাদক ব্যবসায়ী লাভলী বেগম (৪৩) নামে এক নারী মাদক ব্যবসায়কে গ্রেপ্তার করা হয়। আটক লাভলী বেগম আড়পাড়া গ্রামের নাসির আলীর স্ত্রী। তার পিতার নাম মৃত-বদর উদ্দিন লষ্কর। সে এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল। তার নামে থানায় ২৩ টিরও অধিক মাদক মামলা রয়েছে। সে একজন আলোচিত মাদক মামলার গ্রেফতারি পরোয়ানাভূক্ত পালাতক আসামি।
একই দিনে কালীগঞ্জ থানা পুলিশের পৃথক আরেক অভিযানে বেলা ২ টা ৩০ মিনিটের সময় মঙ্গলপৈতা এলাকা থেকে ২’শ গ্রাম গাঁজাসহ একাধিক মামলার আসামি শহিদুল ইসলাম ওরফে শহিদ গাজী (৩৫) নামে আরেক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। আটক শহিদ গাজী কালীগঞ্জ উপজেলার মঙ্গলপৈতা গ্রামের মৃত এলাহী গাজীর ছেলে। তার নামে ১০ টিরও অধিক মামলা রয়েছে। সে একজন গ্রেফতারি পরোয়ানাভূক্ত পালাতক আসামি।
কালীগঞ্জ থানার কর্মকর্তা ইন-চার্জ (ওসি) মুহাঃ মাহফুজুর রহমান মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ আলোচিত নারী মাদক ব্যবসায়ী লাভলী বেগমকে আড়পাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। আটক লাভলী বেগম ২৩ টিরও অধিক মাদক মামলার ওয়ারেন্টভূক্ত পালাতক আসামি। সে কালীগঞ্জ এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে। সে ইতঃপূর্বে একাধিক বার পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে।
তিনি আরো জানান, একই দিন পৃথক অভিযানে মঙ্গলপৈতা এলাকা থেকে শহিদুল ইসলাম ওরফে শহিদ গাজী নামে একাধিক মামলার পালাতক এবং গ্রেফতারি পরোয়ানাভূক্ত আরেক মাদক ব্যবসায়ীকে ২’শ গ্রাম গাঁজাসহ তাকে গ্রেপ্তার করা হয়। তার নামে ১০ টিরও অধিক মামলা রয়েছে। আসামিদেরকে মাদক আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।