দেবহাটার কৃতী সন্তান কাওছার আহম্মেদ গত ৫ জানুয়ারি অনুষ্ঠিত পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে ঘোষিত হওয়া প্রেসিডেন্ট পদক গ্রহণ করেছেন। কাওছার আহম্মেদ দেবহাটা উপজেলার উপজেলা সদরের মরহুম শুকচাঁদ মন্ডলের ছেলে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট থেকে তিনি ঐ পদক গ্রহণ করেন। দেবহাটার কৃতী সন্তান কাওছার আহম্মেদ ঢাকা (সিটি এসবির কর্মকর্তা ইনচার্জ) হিসেবে বর্তমানে দায়িত্ব পালন করছেন। তিনি ১৯৮৬ সালে পুলিশ বাহীনিতে দেশ সেবার ব্রত নিয়ে যোগদান করেন। তিনি ২০১০ সালে ইন্সপেক্টর পদে পদোন্নতি পান এবং ২০১২ সালে ঢাকা সিটি এসবির ওসি হিসেবে দায়িত্ব পান এবং সেখান থেকে আজও পর্যন্ত তিনি সুনামের সাথে সেই দায়িত্ব পালন করছেন। ব্যক্তিগত জীবনে কাওছার আহম্মেদ ১ ছেলে ও ১ কন্যা সন্তানের জনক। কাওছার আহম্মেদ সকলের নিকট দোয়া কামনা করেছেন।