আগামী ১১ জানুয়ারি জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনের পরিকল্পনা নিয়ে সংবাদ সম্মেলন করেছে রাজশাহী সিভিল সার্জন অফিস। ওইদিন রাজশাহী জেলায় ২ লাখ ৮৮ হাজার ৬২০ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। জেলার ৯টি উপজেলায় ৬ থেকে ১১ মাস বয়সী ২৮ হাজার ৬১২ জন শিশুকে নীল রংঙের ভিটামিন ‘এ প্লাস’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ৬০ হাজার ৮ জন শিশুকে ১টি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বুধবার (০৮ জানুয়ারি) দুপুর আড়াইটায় জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের সহযোগিতায় রাজশাহী সিভিল সার্জন অফিস কর্তৃক আয়োজিত সাংবাদিকদের অবহিতকরণ সভায় এ কর্মপরিকল্পনা তুলে ধরা হয়।
সিভিল সার্জন ডা. মোহা: এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ডেপুটি সিভিল সার্জন ডা. মো. কামরুল ইসলাম। এ সময় অন্যান্যের মধ্যে সিভিল সার্জন অফিসের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশ থেকে অপুষ্টিজনিত অন্ধত্ব নির্মূল এবং অপুষ্টিজনিত শিশু মৃত্যু প্রতিরোধে প্রতিবারের ন্যয় এবারও সরকার জাতীয় ভিটামিন-এ প্ল¬াস ক্যাম্পেইন পালন করছে। ক্যাম্পেইনের কার্যক্রম সফল করার লক্ষে ইতিমধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। রাজশাহীর ৯টি উপজেলার শিশুদের ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর জন্য স্থায়ী, অস্থায়ী ও ভ্রাম্যমাণ মিলে ১৭৫৪টি কেন্দ্রে কর্মকর্তাসহ মোট ৫ হাজার ২৬২ জন স্বেচ্ছাসেবী নিয়োগ করা হয়েছে। ওইদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শিশুদের ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
তবে এ ক্যাম্পেইনে ৬ মাসের কম, ৫ বছরের বেশি ও ৪ মাসের মধ্যে ভিটামিন ‘এ’ ক্যাপসুল প্রাপ্ত এবং অসুস্থ শিশুদের কোনোভাবেই খাওয়ানো যাবেনা বলেও সতর্ক করা হয়। আর সুস্থ শিশু যদিও কান্নারত অবস্থায় থাকে কিংবা জোর করেও কাউকে ভিটামিন ‘এ প্লাস’ ক্যাপসুল না খাওয়ানোর নির্দেশনা দেওয়া হয়।