চিংড়ি ঘেরের পানি ওঠানামার কাজে ব্যবহারের জন্য নতুন করে পাইপ বসাতে উপকূল রক্ষা বাঁধ কেটেছে চিংড়ি ঘের মালিকরা। পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক দুর্যোগ প্রবণ শ্যামনগর উপকূল পরিদর্শন করে যাওয়ার মাত্র এক সপ্তাহের মধ্যে নতুন করে পাইপ বসানোর জন্য উপকূল রক্ষা বাঁধ কাটার ঘটনায় বিতর্ক সৃষ্টি হয়েছে।
বাঁধ কাটার সাথে জড়িত স্থানীয় ঘের মালিকরা বিষয়টি নিয়ে পাউবো'র এক কর্মকর্তা অবহিত বলে দাবি করলেও সংশ্লিষ্ট সেকশন কর্মকর্তা জানিয়েছেন কাউকে তিনি বাঁধ কাটার নির্দেশ দেননি।
সরেজমিনে বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে নীলডুমুরস্থ বিজিবি ক্যাম্প এলাকায় পৌঁছে দেখা যায় পার্শ্ববর্তী জাপান কাঁকড়া হ্যাচারির প্রায় ৫০০ গজ সামনে খোলপেটুয়া নদীর উপকূল রক্ষা বাঁধ কাটার কাজ চলছে। এ সময় মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা ৫ নম্বর পোল্ডারের সংশ্লিষ্ট স্থানের সামনে পিছনের আরো বেশ কয়েকটি জায়গাতেও ভাঙ্গন দেখা যায়।
বাঁধ কাটার কাজে নিযুক্ত শ্রমিকরা জানায় স্থানীয় চিংড়িঘের মালিকরা চিংড়ি ঘেরে পানি ওঠানামার কাজে ব্যবহারের জন্য নতুন করে পাইপ বসাতে তাদের দিয়ে বাঁধ কাটাচ্ছে।
এসব শ্রমিকসহ স্থানীয় মৃণাল মণ্ডল ও পশুপতি সহ অনেকেই অভিযোগ করেন চিংড়ি ঘেরে পানি ওঠানামার কারণে গত দুই-তিন বছর ধরে সংলগ্ন অংশে ভাঙ্গন দেখা দিয়েছে। প্রতিনিয়ত ওই নদীর পানি বাঁধের সংশ্লিষ্ট অংশ দিয়ে ভিতরের চিংড়ি ঘেরে ওঠানামার কারণে সেখানে খাদের সৃষ্টি হয়ে ভাঙ্গন তৈরি হয়েছে।
নাম না প্রকাশ করে এসব শ্রমিক জানায় দৈনিক মজুরির ভিত্তিতে তাদেরকে নিযুক্ত করা হয়েছে। তাদের দাবি শুরুতে বাঁধ কাটার কাজে তারা অনগ্রহ দেখালেও বিষয়টি পাউবো কতৃপক্ষ অবহিত জানিয়ে চিংড়ি ঘের মালিকরা তাদেরকে কাজ করতে বাধ্য করেছে। শ্রমিকদের সাথে কথা বলে জানা যায় স্থানীয় চিংড়ি ঘের মালিক সাবেক চেয়ারম্যান আনিসুর রহমান, আবুল কাশেম, মুজিবর রহমান মাষ্টার, সুকুমার মন্ডল, আতি গাজী ও রুহুল আমিন মোল্লাসহ বেশ কয়েকজন তাদের চিংড়ি ঘেরের পানি ওঠানামার কাজে সংলগ্ন অংশের পাইপ ব্যবহার করতো। সম্প্রতি ওই পাইপটি নষ্ট হওয়ার পাশাপাশি চলতি চিংড়ি মৌসুম শুরু হওয়ার কারণে নতুন করে বড় আকারের পাইপ বসানোর কাজ করতে গিয়ে বাঁধ কাটতে হচ্ছে।
বাঁধ কাটার বিষয়ে চিংড়ি ঘের মালিক সুকুমার মণ্ডল জানান পারিবারিক কাজে তিনি বাইরে রয়েছেন। তবে ঘের মালিক মুজিবর মাস্টারের ভাগ্নে শাহজাহান আলী পাইপ মেরামতের কাজ দেখাশোনা করছেন। তাই বাঁধ কাটা হয়েছে কি না সে বিষয়ে আমি জানিনা।
অপর ঘের মালিক রুহুল আমিন বলেন বিগত কয়েক বছর সংলগ্ন অংশের বাঁধের নিচ দিয়ে তাদের চিংড়ি ঘেরে পানি ওঠানামার কাজ চলত। সম্প্রতি সেখানে ভাঙ্গন দেখা দেওয়ায় স্থানীয় চেয়ারম্যান ভবতোষ মন্ডলের সাথে পরামর্শ করে মেরামতের কাজ হচ্ছে। তবে বাঁধ কাটার বিষয়ে তিনি কিছু জানেনা বলে জানিয়ে শাহাজান আলীর সাথে যোগাযোগের জন্য বলেন।
বাঁধ কাটার কাজে তদারকির দায়িত্বে থাকা শাহজাহান আলী জানান সম্পূর্ণ বাঁধ কাটা হয়নি। বাঁধের ভেতর দিয়ে দুইটি পাইপ বাহির করে পুনঃস্থাপনের জন্য বাঁধের এক পাশে কাটা হয়েছে। স্থানীয় চেয়ারম্যান ভবতোষ মন্ডলের নির্দেশে তিনি ওই কাজ করছেন বলে দাবি করেন।
একই বিষয় নিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান ভবতোষ মণ্ডল জানান আগে থেকেই সেখানে পাইপ বসানো ছিল। ওই পাইপ দিয়ে চিংড়ি ঘের গুলোতে পানি ওঠানামা করত। সম্প্রতি সেখানে ভাঙ্গন দেখা দেওয়ায় এবং এলাকার জলাবদ্ধতা ঠেকাতে সেকশন কর্মকর্তা শাহনাজ পারভীন এর সাথে কথা বলে সংস্কার করার স্বার্থে বাঁধের কিছুটা অংশ কাটা হয়েছে।
এ বিষয়ে মুঠোফোনে সেকশন কর্মকর্তা শাহনাজ পারভীন বলেন পানি ওঠানামার কাজে ব্যবহৃত পাইপ সংস্কারের কথা বলেছিলেন ঘের মালিকরা। কিন্তু তারা পুরোপুরি বাঁধ কেটে নতুন করে পাইপ বসাবেন এমন কিছু তিনি জানেন না।
পাউবোর সংশ্লিষ্ট অংশের দায়িত্বে থাকা ওই নারী কর্মকর্তা আরো জানান স্থানীয় ইউপি চেয়ারম্যান ভবতোষ মণ্ডল দায়িত্ব নিয়েছিলেন ভাঙ্গন মুখে থাকা নির্দিষ্ট ওই পাইপ বসানো জায়গাটি সংস্কারের। তবে কোনক্রমেই বাঁধ কেটে সংস্কার করার কথা নয়। যদি বাঁধ কেটে থাকে তা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
এ বিষয়ে পাউবো সাতক্ষীরা বিভাগ এর প্রধান প্রকৌশলী আবুল খায়ের জানান তিনি বিষয়টির খোঁজখবর নেবেন।
উল্লেখ্য মাত্র ১ সপ্তাহ পূর্বে বাংলাদেশ সরকারের মাননীয় পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক উপকূলবর্তী শ্যামনগর এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি উপকূল রক্ষা বাঁধ মেরামত করতে সরকার প্রায় পাঁচ হাজার কোটি টাকার মেগা প্রকল্প হাতে নিয়েছে বলে জানিয়েছিলেন।
প্রসঙ্গত উল্লেখ্য ডিসেম্বর মাসে পানি উন্নয়ন বোর্ডের শ্যামনগরের ৫ নম্বর পোল্ডারের পশ্চিম কৈখালী এলাকায় বাঁধের উপর দিয়ে পানি ওঠানামার কাজে ব্যবহারের জন্য নাইনটি নামীয় বিশেষ পাইপ বসানোর ঘটনায় সেকশন কর্মকর্তা মাসুদ রানা চার জনের বিরুদ্ধে মামলা করেছিলেন। অথচ পাইপ মেরামতের নামে সম্পূর্ণ উপকূল রক্ষা বাঁধের বড় একটি অংশ পুরোপুরি কেটে ফেলার পরও পাউবো কতৃপক্ষ নীরবতা পালন করায় বিতর্কের শুরু হয়েছে।#