সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও রাজদিয়া অভয় পাইলট উচ্চবিদ্যালয়ের সাবেক সভাপতি নাজমুল আলম খান আর নেই। গতকাল বুধবার বিকেল সোয়া ৩ টার দিকে ঢাকার কাকরাইলে ইসলামি ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন-ইন্নালিল্লাহে ওয়া ইন্নাইলাইহে রাজেঊন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। সে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার স্বজনরা জানান চিকিৎসাধীন অবস্থায় হার্ড ষ্ট্রোক করেছে। সে গত ১৫ দিন যাবৎ কিডনি রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ডায়ালাইসিস চিকিৎসা নিচ্ছিলেন। তার ছেলে সুইট অষ্ট্রেলিয়াতে আছে, মেয়ে আনন্দি ঢাকায় থাকেন, তবে ছেলে দেশে ফিরলে শুক্রবার দাফন সম্পন্ন করা হবে।
তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাহী বি চৌধুরী, সিরাজদিখান উপজেলা চেয়ারম্যান হাজি মহিউদ্দিন আহমেদ, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল মতিন হাওলাদার, জেলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক কে. এন. ইসলাম বাবুলসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সামাজিক, রাজনীতিক সংগঠনের নেতৃবৃন্দ। এছারা শোক প্রকাশ করেছেন উপজেলা ভাইস চেয়ারম্যান মঈনুল হাসান নাহিদ, সিরাজদিখান প্রেস ক্লাবের পক্ষে সভাপতি ইমতিয়াজ উদ্দিন বাবুল ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।