নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রসুলপুর ইউনিয়নে ফ্রিজের গ্যাসের সিলিন্ডার বিষ্ফোরণে আরমান ও ফয়েজ আহম্মদ নামের দুই যুবক নিহত হয়েছেন। নিহতরা ২জন ফ্রিজের টেকনিশিয়ান (মেস্ত্রী) ছিল।
বুধবার দুপুর ১টার দিকে লাউতলী গ্রামের জাকির আমিনের বাড়ীতে এ ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছেন, বেগমগঞ্জ উপজেলার আমান উল্যাপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে আরমান হোসেন (২৮) ও জিরতলী এলাকার গুলজার আহমদের ছেলে ফয়েজ আহম্মদ (১৬)।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে লাউতলী গ্রামের জাকির আমিনের নষ্ট হয়ে যাওয়া ফ্রিজ মেরামত করতে তার বাড়ীতে যায় আরমানসহ দুই টেকনিশিয়ান। এ সময় ফ্রিজের কম্প্রেসারে গ্যাস ডুকানোর সময় বিষ্ফোরণের ঘটনা ঘটে। এতে ঘরের ওই কক্ষের মধ্যে আগুন ধরে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে দুইজন নিহত হয়।
বেগমগঞ্জ থানার ওসি হারুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।