তানোর থানা পুলিশ ও মুন্ডুমালা পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশের অভিযানে চোলাইমদ ও গাজাঁসহ ৫জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরা হলেন, ৫লিটার চোলাইমদসহ দর্গাডাঙ্গা গ্রামের রামেশ মার্ডির ছেলে জামিন মার্ডি (৩২), ২৫ গ্রাম গাঁজাসহ পাঁচন্দর থানতলা গ্রামের আবদুর রবের ছেলে জাহাঙ্গীর আলম (৪০), চোলাইমদ সেবন করার অপরাধে চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার মোহাম্মদপুর দিঘীপাড়ার কছিম উদ্দিনের ছেলে জামাল উদ্দিন (২৮), ১৫ গ্রাম গাঁজাসহ বানিয়াল গ্রামের মৃত আমিনুল হকের ছেলে পলাশ (২৬) ও ১৫ দিনের সাজা প্রাপ্ত গ্রেপ্তারী পরোয়ানার আসামি চকপাড়া গ্রামের সরল হেমরমের ছেলে ইলিয়াছ হেমরম (৩৪)। তানোর থানার ওসি রাকিবুল হাসান বলেন, (আজ) গতকাল বুধবার গ্রেপ্তারকৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তিনি বলেন, গত মঙ্গলবার রাতে তানোর থানা পুলিশ ও মুন্ডুমালা পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পৃথক পৃথক অভিযানে তাদেরকে গ্রেপ্তার করা হয়।