নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে অভিযান চালিয়ে আড়াই লাখ মিটার কারেন্টজাল ও ১’শ কেজি জাটকা ইলিশ জব্দ করেছে কোস্টগার্ড। এ সময় ঘটনায় জড়িত থাকায় আবুল বাসার (৪৫) নামের এক জেলেকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে অর্থদ- করা হয়েছে।
মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন কোস্টগার্ড হাতিয়ার স্টেশান কর্মকর্তা লে. মেহেদী হাসান। দ-প্রাপ্ত জেলে আবুল বাসার চরচেঙ্গা গ্রামের আবদুল হাকিমের ছেলে।
কোস্ট সূত্রে জানায়, রাত থেকে সকাল পর্যন্ত মেঘনা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালায় কোস্টগার্ড। এ সময় মেঘনার ওলি বাজার ও সোনাদিয়া এলাকায় কয়েকটি মাছ ধরার বোট থেকে আড়াই হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ১০০ কেজি জাটকা ইলিশ উদ্ধার করা হয়।
এরআগে, সোনাদিয়া এলাকা থেকে আবুল বাসার নামের এক জেলেকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরে আলম তাকে দুই হাজার টাকা অর্থদ- করেন।
কোস্টগার্ড হাতিয়ার স্টেশান কর্মকর্তা লে. মেহেদী হাসান জানান, বুধবার সকালে জব্দকৃত কারেন্ট জালগুলো আগুনে পোড়ানো হয়েছে। অবৈধ কারেন্ট জালের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যহত থাকবে বলেও জানান তিনি।