পাবনার সুজানগরে ৫‘শ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হয়েছে। গত মঙ্গলবার বিকেলে উপজেলার গোয়ারিয়া বাজার এলাকা থেকে র্যাব-১২ পাবনা’র ক্রাইম প্রিভেনশন কোম্পানি-২ বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো উপজেলার নওগ্রামের মৃত- আবদুল মজিদ শেখের ছেলে মাসুদ শেখ (২৭)
র্যাব-১২ পাবনা’র ক্রাইম প্রিভেনশন কোম্পানি-২’র ডিএডি সোহরাব হোসেন জানান, মঙ্গলবার বিকেল ৩টার দিকে ওই মাসুদ ৫‘শ পিচ ইয়াবাসহ গোয়ারিয়া বাজার এলাকায় অবস্থান করছিল। এ সময় উপজেলায় টহলরত র্যাবের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ৫‘শ পিচ ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করে। পরে তাকে সুজানগর থানায় সোপর্দ করা হয়। এ ব্যাপারে থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে বলে থানার ওসি বদরুদ্দোজা জানান।