ছি: ধর্ষক,ছি:! থুতু ফেলিয়ে ধিক্কার জানিয়ে ধর্ষকদের বিরুদ্ধে মানববন্ধন করেছে,কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলার জাউনিয়ার চর উচ্চবিদ্যালয়ের শিক্ষক- শিক্ষার্থীগণ। মঙ্গলবার বেলা ১২টার দিকে রাজিবপুর উপজেলা ছাত্রলীগের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের প্রতিবাদে ওই মানববন্ধন করা হয়েছে। জাউনিয়ার চর উচ্চবিদ্যালয় মাঠে হাজারো শিক্ষাথীর উপস্থিতিতে এই মানববন্ধন হয়েছে। প্রায় আধা ঘণ্টা ব্যাপী ফেস্টুন হাতে মানব প্রাচীর করে রাখে শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা একযোগে থুতু ফেলিয়ে ধিক্কার জানায় ধর্ষকদের। এ ছাড়া মাননীয় সরকারের কাছে তাদের দাবী,অবিলম্বে ধর্ষকদের চিহ্নিত করে আইনের আওতায় এনে উপযুক্ত বিচার চান শিক্ষার্থীরা। মানববন্ধন শেষে বক্তব্য রাখেন ওই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আকবর হোসেন বাবু , উপজেলা যুবলীগ সভাপতি মাস্টার আজিবর রহমান,উপজেলা ছাত্রলীগ সভাপতি সাইদুর রহমান সাইদ , উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান তারেক ও ১০ম শ্রেণির শিক্ষার্থী আন্নি আক্তার শিখা প্রমুখ।