ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে গাজীপুর থেকে আটকের পর গ্রেপ্তার দেখিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব।
র্যাবের গণমাধ্যম শাখার উপপরিচালক মেজর হুসাইন রাইসুল আজম জানিয়েছেন, মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে ঐ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিয়ে দুপুরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে র্যাব। এর আগে মঙ্গলবার এ ঘটনা তদন্তের দায়িত্ব গোয়েন্দা পুলিশে হস্তান্তর করা হয়।
পুলিশ মঙ্গলবার জানিয়েছে, ঘটনাস্থলের আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে দেখা হচ্ছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রী গত রোববার রাতে কুর্মিটোলা এলাকায় ধর্ষণের শিকার হন।