এপেক্সিয়ান সাংবাদিক শেলু আকন্দের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং সকল আসামীদের গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন করেছে এপেক্স ক্লাব অব জামালপুর। গত ৭জনিুয়ারী মঙ্গলবার এপেক্স ক্লাব অব জামালপুরের আয়োজনে এপেক্সিয়ান সাংবাদিক শেলু আকন্দ‘র উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও পৌর কাউন্সিলর রুনু খানসহ সকল আসামীদের গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন করেছে এপেক্স ক্লাব অব জামালপুর।
এপেক্স ক্লাব অব জামালপুরের প্রেসিডেন্ট এপেক্সিয়ান আবু সায়েম মো. সা‘আদাত-উল-করিমের সভাপতিত্বে ঘন্টা ব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এপেক্স ক্লাব অব জামালপুরের পাস্ট প্রেসিডেন্ট এপেক্সিয়ান কাফি পারভেজের সঞ্চালনায় এ মানববন্ধনে বক্তব্য দেন এপেক্স ক্লাব অব জামালপুরের লাইফ মেম্বার এপেক্সিয়ান হাফিজ রায়হান সাদা, জামালপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক লুৎফর রহমান, সাংবাদিক মুকুল রানা, এমএ জলিল, জাহাঙ্গীর আলম ও দুলাল হোসাইন, মোস্তফা মঞ্জু, জাহাঙ্গীর সেলিম, আনোয়ার হোসেন মিন্টু, ফজলে এলাহী মাকাম, আজিজুর রহমান চৌধুরী, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি জামালপুর জেলা শাখার যুগ্ম সাধারন সম্পাদক মারুফ হোসেন মানিক, এপেক্সিয়ান হাজী ইউসুফ খান, প্রনব বসাক সুবল, সৈয়দ আব্দুস সাফী, মঞ্জুরুল ইসলাম, এনামুল হক তালুকদার রিপন প্রমুখ। বক্তরা বলেন পৌর কাউন্সিলর হাসানুজ্জামান রুনু খান, তার ছেলে, ভাই-ভাতিজা ও রুনু খানের পালিত সন্ত্রাসী বাহিনী আমাদের এপক্সিয়ান সাংবাদিক শেলু আকন্দ‘র দুটি পা পিটিয়ে ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে। তিনি এখন ঢাকা পঙ্গু হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ঘটনাটির আজ ২০দিন অতিবাহিত হলেও পুলিশ প্রশাসন ২জনকে আটক করলেও বাকি আসামীদের ধরতে পাড়ছেনা। নাকি কোন রহস্যজনক কারনে ধরছে না। তা এখন আমাদের কাছে ধুয়াশা লাগছে। তারা পুলিশ প্রশাসনকে প্রহসনমুলক আচারন বন্ধ করে সন্ত্রাসীদের ৭২ঘন্টার মধ্যে গ্রেপ্তারের দাবী জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুসিয়ারী দেন। সেই সাথে জেলা আওয়ামীলীগ‘র কাছে রুনু খান ও তার ছেলে রাকিব হাসান খানের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবী জানান। এ সময় উপস্থিত ছিলেন এপেক্স ক্লাব অব জামালপুরের সকল ফ্লোর মেম্বারসহ জেলার কর্মরত ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।