পৃথক মাদক বিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৮ জনকে আটক করেছে র্যাব-১০।
সোমবার (৬ ডিসেম্বর) রাত সাড়ে ১১টায় সিপিসি-১, র্যাব-১০ এর কোম্পানি কমান্ডার অতি. পুলিশ সুপার সাইফুর রহমানের নেতৃত্বে রাজধানীর বনানী থানাধীন মহাখাঁলী এলাকা থেকে ২ জনকে আটক করা হয়। তারা হলেন- মো. ইউসুফ @ বিকাশ (২৯), ও মো. জুয়েল (৩৫)। এ সময় তাদের কাছ থেকে ৬৬ ক্যান বিদেশী বিয়ার, ১ টি জীপ ও ২ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এর আগে সোমবার রাত ৮টা ২০মি. থেকে ৪৫মি. এর মধ্যে সিপিসি-৩, র্যাব-১০ এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ আনিসুজ্জামানের নেতৃত্বে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন রায়ের বাজার এলাকা থেকে ৪ জনকে আটক করা হয়। তারা হলেন- মো. স্বপন (২৫), মো. পিরু (৩১), মো. ইয়াসিন (২০) ও নাজিমউদ্দীন@আকাশ (২৪)। এ সময় তাদের কাছ থেকে ৪৩ পিচ ইয়াবা, ৪টি মোবাইল ও নগদ ২ হাজার ৪১৫ টাকা জব্দ করা হয়।
অন্যদিকে সোমবার বিকেল ৩টা ৫মি. সিপিসি-২, র্যাব-১০ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি মো. আবুল কালাম আজাদেও নেতৃত্বে ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন চুনকুটিয়া এলাকা থেকে মো. বাবুল (৪০) নামে একজনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৭০ পিস ইয়াবা, ২টি মোবাইল ও নগদ ১৬ হাজার ৫০০টাকা জব্দ করা হয়। একইদিন অপর একটি আভিযানে ৪টা ১০মি. ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন চুনকুটিয়া মধ্যপাড়া এলাকা থেকে আ.রহিম (৪৯) নামে আরো একজনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক মামলা রুজু করা হয়েছে।