কয়রা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সমাজ সেবা কার্যালয়, সমাজ কল্যান মন্ত্রনালয়, সমাজ সেবা অধিদপ্তর ও চাইল্ড সেনসিটিভ স্যোসাল প্রটেকশন ইন বাংলাদেশ (টিসিপিবি) প্রকল্পের আয়োজনে ‘শিশু সুরক্ষার লক্ষ্যে শিশুর সহায়তায় ফোন’ শীর্ষক চাইল্ড হেল্পলাইন ‘১০৯৮’ এর উপর ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৭ জানুয়ারি বিকাল ৩ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার শিমুল কুমার সাহা’র সভাপতিত্বে ও ইউআরসি মোঃ নাজমুল হুদা’র পরিচালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা অফিসার অনাথ কুমার বিশ্বাস। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস-চেয়ারম্যান নাসিমা আলম, উপজেলা কৃষি অফিসার এস. এম মিজান মাহমুদ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা তুহিন কান্তি ঘোষ, উপজেলা যুব উন্নয়ন অফিসার আব্দুর রশিদ খান, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আবুল বাশার, জনস্বাস্থ্য প্রকৌশলী প্রশান্ত কুমার পাল, মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ মোহসিন আলম, এসআই মোঃ আবু সায়েম, ইউপি চেয়ারম্যান মোহাঃ হুমায়ূন কবীর, আলহাজ্ব আমির আলী গাইন, জি.এম. কবি শামসুর রহমান, সরদার নূরুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি মোস্তফা শফিকুল ইসলাম, সাবেক সভাপতি আলহাজ্ব সদর উদ্দিন আহমেদ, সাংবাদিক শেখ মনিরুজ্জামান মনু, মোঃ রিয়াছাদ আলী,মোঃ আনিসুজ্জামান,শহীদুল্যাহ শাহিন, ইমতিয়াজ উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, সাংবাদিক, জনপ্রতিনিধি ও সুশিল সমাজের লোকজন অংশ গ্রহন করে।