কয়রা উপজেলায় এ বছর ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় সেরা হয়েছে মদিনাবাদ দাখিল মাদ্রাসার নাজমুস সাকিব ও নিশাত রায়হান। তারা দু জনেই সবর্চ্চ নম্বর পেয়ে জিপিএ-৫ পেয়েছে। জানা গেছে ২০১৯ সালে ইবতেদায়ী সমাপনি পরীক্ষায় শীর্ষস্থান প্রথম অধিকার করেছে নাজমুস সাকিব। সে উপজেলার মদিনাবাদ কারিগরি কলেজের প্রভাষক সাইদুর রহমান ও ফারহানা রহমানের পুত্র। অন্যদিকে শীর্ষস্থান দ্বিতীয় হয়েছেন নিশাত রায়হান। সে কয়রা মহিলা সরকারি কলেজের প্রভাষক রুহুল কুদ্দুস ও চায়না আক্তারের কন্যা। তারা দুজনেই সকলের নিকট দোয়া কামনা করেছে। তারা বড় হয়ে লেখাপড়া শিখে দেশের মানুষের কল্যানে কাজ করতে চায়। তাদেরকে অভিনন্দন জানিয়েছে মদিনাবাদ দাখিল মাদ্রাসার সুপার মাওলানা সাইফুল্যাহ সহ সকল শিক্ষক, অভিভাবক ও ছাত্রছাত্রীবৃন্দ।