নাঙ্গলকোটের অলিপুর মোহাম্মদিয়া ছুফিয়া নুরীয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিম খানার হাফেজ ছাত্রদের পাগড়ী দেয়া উপলক্ষ্যে পঞ্চম বার্ষীক ওয়াজ ও দোয়ার মাহফিল গত সোমবার মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে। আলহাজ্জ্ব মাওলানা শফিকুর রহমানের সভাপতিত্বে প্রধান ওয়ায়েজিন ছিলেন কাছারি পাড়া ফাজিল মাদ্রাসার প্রভাষক মাওলানা মুফতি মশিউর রহমান ছালেহী। বিশেষ ওয়ায়েজিন ছিলেন ঢাকা ধনিয়া ক্লাব জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা জাবের বিন নেছারী, শ্রীপুর জামে মসজিদের প্রেশ ইমাম মাওলানা মু. নাছির উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার মন্নারা গ্রামের জহির ইসলাম, দক্ষিণ জোড়পুকুরিয়া গ্রামের মাহামুদুল আলম জিহাদী, কুরকুটা গ্রামের ওবায়েদুল্লাহ, পশ্চিম বাম পাড়া গ্রামের শাহ পরান, বাতুপাড়া দৈয়ারা গ্রামের ইমাম হোসেনকে পাগড়ী প্রদান করেন প্রাক্তন ছাত্রবৃন্দ। অনুষ্ঠান শেষে ৫জন হাফেজকে নগদ অর্থ ও ফুল দিয়ে বরণ করা হয়।