গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় এসডিজি বাস্তবায়নের লক্ষ্যে পুষ্টি চাহিদা পুরণে নিরাপদ ও পুষ্টি সমৃদ্ধ শাক সবজি এবং ফল উৎপাদন বিষয় কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার উপজেলার কৃষি অফিস কর্তৃক আয়োজিত কৃষক প্রশিক্ষক কেন্দ্রে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে ১০ গ্রুপে ৬০ জন কৃষক হাতে কলমে প্রশিক্ষণ গ্রহন করেন। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সুন্দরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ রেজা-ই মাহমুদ ও সংশ্লিষ্ট উপসহকারি কৃষি কর্মকর্তাগণ।