বাগেরহাটের চিতলমারী উপজেলার সন্তোষপুর গ্রামে এক ব্যতিক্রমী শিক্ষানুরাগী জুড়ান মন্ডলকে ঘিরে সাধারন মানুষের ভালবাসার অন্তনেই। অষ্টম শ্রেনীতে পড়ুয়া সাদা মনের এই গরীব মানুষটি বিগত ১৯ বছর ধরে নিজ তহবিলের অর্থায়নে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরন করে আসছেন। জুড়ান পেশায় একজন গ্রামীণ পোষাক কারিগর। উপজেলার সন্তোষপুর গ্রামের মতিলাল মন্ডলের পুত্র জুড়ান মন্ডলকে নিয়ে এলাকার সাধারন মানুষের প্রসংশার শেষনেই।
এই ব্যতিক্রমী মানুষটি পোষাক তৈরীর পাশাপাশি গল্প, প্রবন্ধ, ছড়াও কবিতা লেখেন, স্থানীয় সরকারী ভাবে নিবন্ধিত পাক্ষিক “চিতলমারীর অন্তরালে”পত্রিকা সহ বিভিন্ন পত্রপত্রিকার সাহিত্য পাতায় তার লেখা নিয়মিত প্রকাশ হচ্ছে।
পুর্বেকার ধারা বাহিকতায় তিনি নিজ অর্থায়নে (২০২০ সালের) এবারও চিতলমারী উপজেলার সন্তোষপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ আনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরন সামগ্রী তুলে দিয়েছেন। বিদ্যালয়ে নিরঙ্কুশ হাজিরা বিষয়ের ওপর নির্বাচিত শিশুদের প্রতি বছর তিনি এই উপকরণ দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উক্ত বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, ছাত্র-ছাত্রী অভিবাবক সহ এলাকার সৃজনশীল ও সামাজিক নের্তৃবৃন্দ।
উপস্থিত সকলে জুড়ান চন্দ্র মন্ডলের এই মানসিকতার উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সমাজে এ ধরনের মানুষ পাওয়া অনেকটাই বিরল।
এব্যপারে জুড়ান মন্ডলের সাথে কথা হলে তিনি জানান, আমি যখন ছোট, প্রাথমিক বিদ্যলয়ে পড়তাম তখন আমার ইচ্ছাজাগে আমাদের এলাকার শিশুদের আমি উৎসাহ দেব, কারণ আমিতো ইচ্ছামত লেখা পড়া করতে পারলামনা । দেশকে কিছু দিতে পারলাম না, তাই আমাদের এলাকার সন্তানেরা যদি উচ্চশিক্ষা অর্জন করতে পারে তবেই তো আমাদের দেশ জাগবে।