কনকনে ঠান্ডায় কাঁপছে দেশের বেশিরভাগ এলাকার মানুষ। এদিকে ঢাকায় সূর্যের দেখা মিললেও কুয়াশার কারণে তাপ ছড়াতে পারছে না। এরমধ্যে রংপুরে তীব্র কনকনে বাতাস বইছে। আগামীকাল বুধবার (৮ ডিসেম্বর) সারাদেশে একই আবহাওয়া বজায় থাকবে।
মঙ্গলবার (৭ জানুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ৬ ডিগ্রি সেলসিয়াস। সোমবার (৬ জানুয়ারি) ছিল দিনাজপুরে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। রোববার (৫ জানুয়ারি) এই তাপমাত্রা ছিল দিনাজপুরে ১২ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে ঢাকায় আজকের তাপমাত্রা ছিলো ১১ দশমিক ৬ ডিগ্রি, আগের চেয়ে কমেছে আরও ২ ডিগ্রি, যা রোববার ছিল ১৩ দশমিক ৫। রোববার ঢাকার তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
আজ চট্টগ্রামের তাপমাত্রা দুই ডিগ্রি কমে দাঁড়িয়েছে ১৪ ডিগ্রিতে, যা সোমবার ছিল ১৬ দশমিক ১, রোববার ছিল ১৮।
সিলেটে তাপমাত্রা কমেছে ২ ডিগ্রি, আজ সেখানকার তাপমাত্রা ১২ দশমিক ৪, সোমবার ছিল ১৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
রাজশাহীতে তাপমাত্রা বেড়েছে, আজ রাজশাহীতে ১০ দশমিক ৪, সোমবার ছিল ৮ দশমিক ৮, রোবাবার ছিল ১৫ ডিগ্রি।
রংপুরে তাপমাত্রা কমেছে দুই ডিগ্রি, আজ সেখানকার তাপমাত্রা ৯ দশমিক ৮, সোমবার ছিলো ১১, রোবরার ছিলো ১৩ দশমিক ৮।
খুলনায় আজকের তাপমাত্রা ১১, সোমবার ছিল ১২, রোববার ছিল ১৫ দশমিক ৫।
আজ বরিশালের তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস, সোমবার ছিল ১২ দশমিক ৪, রোববার ছিল ১৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে উত্তর-পশ্চিম দিক থেকে আসা ঠান্ডা বাতাসের গতি ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার হবে। আবহাওয়ার ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, বঙ্গোপসাগরে লঘুচাপ অবস্থান করছে। এই লঘুচাপের প্রভাবে ফরিদপুর, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, কুড়িগ্রাম, যশোর এবং চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু শৈতপ্রবাহ বয়ে যাচ্ছে এবং এটা অব্যাহত থাকতে পারে। সেইসঙ্গে আরো এলাকায় বিস্তৃত হতে পারে।
আবহাওয়াবিদ আরিফ হোসেন বলেন, ‘আজকে বেশকিছু এলাকায় শৈতপ্রবাহ বয়ে যাচ্ছে। এটি অব্যাহত থাকবে। আরও এলাকায় এই প্রবাহ বয়ে যেতে পারে। বুধবার দিনের বেলা আকাশ মেঘলা থাকবে। রাতের বেলা তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে। আগামীকাল পর্যন্ত এই আবহাওয়া থাকবে। এরপর তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তবে দুই-একদিন পর আবারও তাপমাত্রা নেমে যেতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন তিনি।