ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের কোনো প্রার্থীকে আদালতের পরোয়ানা ছাড়া গ্রেপ্তার না করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।
মঙ্গলবার (৭ ডিসেম্বর) নির্বাচন কমিশন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ নির্দেশনার কথা জানান কমিশনের জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর।
এর আগে (৬ ডিসেম্বর) বিএনপির পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনারের কাছে প্রার্থী-সমর্থকদের গ্রেপ্তারের অভিযোগ জানানো হয়। তখন কোনো কারন ছাড়া অহেতুক তাদের হয়রানি করা হবে না বলে আশ^স্ত করেন সিইসি।
ইসি সচিব সাংবাদিকদের বলেন, ‘কমিশন সোমবার যে সিদ্ধান্ত নিয়েছে, সে অনুযায়ী আমি আজ ডিএমপি কমিশনারের সঙ্গে কথা বলেছি। সেখানে স্পষ্ট বলে দেয়া হয়েছে, (তফসিলের) আগের কোনো পরোয়ানা না থাকলে প্রার্থী বা সমর্থকদের গ্রেপ্তার করা যাবে না। তবে (কেউ যদি) নতুন কোনো ক্রিমিনাল অফেন্স করে বা কোর্টের আদেশ থাকে সেক্ষেত্রে রাষ্ট্র ও জনগণের জান বা সম্পদ রক্ষার জন্য ব্যবস্থা নেবেন। আগামী ২২ জানুয়ারিতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সম্ভাব্য বৈঠকে এ বিষয়ে আরো নির্দেশনা দেয়া হবে।’
ভোট পেছাতে স্মারকলিপি
এদিকে সরস্বতী পূজার জন্য বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আগামী ৩০ জানুয়ারি ভোটের তারিখ পেছানোর জন্য কমিশনের কাছে দাবি জানিয়েছেন। সংগঠন দুটির প্রতিনিধি দল এ সংক্রান্ত স্মারকলিপি পৌঁছে দিয়েছেন একজন নির্বাচন কমিশনার ও ইসি সচিবের কাছে। এ বিষয়ে আদালতে রিটও করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন পূজা উদযাপন পরিষদের সভাপতি মিলন কান্তি দত্ত ও সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জী, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রেসিডিয়াম সদস্য কাজল দেবনাথ, যুগ্ন সম্পাদক মনীন্দ্র কুমার নাথ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জী, যুগ্ম সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা, সাংগঠনিক সম্পাদক পদ্মাবতী দেবী, দফতর সম্পাদক বিপ্লব দে ও সাংগঠনিক সম্পাদক সাগর হাওলাদার।
কমিশনের জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর সাংবাদিকদের বলেন, ‘আমি কমিশনের কাছে বিষয়টি উপস্থাপন করব। কমিশন আলোচনা করে সিদ্ধান্ত নেবে।’