“মাদককে রুখবো, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়বো” এ শ্লোগান’কে সামনে রেখে মোল্লাহাটে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসুচিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে এ প্রতিষ্ঠা বার্ষিকী উদযপনে মঙ্গলবার সাকালে বর্ণাঢ্য এক র্যালি মোল্লাহাট বাজার প্রদক্ষিণ করে শুরুর স্থল উপজেলা পরিষদ চত্বরে ফিরে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা হয়। উপজেলা নির্বাহী অফিসার মাফ্ফারা তাসনীনের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ বিপ্লব কান্তি বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা ও রুবিয়া বেগম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক বিজেন্দ্রানাথ গাইন ও উপ-পুলিশ পরিদর্শক শাহিনুর ইসলাম।
এছাড়া উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুনীয়া আক্তার, ইউপি চেয়ারম্যান এস,কে, হায়দার মামুন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মফিজুর রহমান সজল ও সাংবাদিক মোঃ আমির আলী প্রমূখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা এস,এম, মিজানুর রহমান।