পঞ্চগড়ের বোদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ও জন্মশতবার্ষিকী উৎযাপনে প্রস্তুতিমুলক সভা গতকাল মঙ্গলবার উপজেলা পষিদ হলরুমে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মাহমুদ হাসান এর সভাপতিত্বে প্রস্তুতি মুলক সভায় সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র এ্যাডঃ ওয়াহিদুজ্জামান সুজা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি, উপজেলা ভাইস চেয়ারম্যান মকলেছার রহমান জিল্লুর, মহিলা ভাইসচেয়ারম্যান লক্ষীরানী বর্মন প্রমুখ। এ সময় সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।