রাজশাহীর বাঘায় নিজের জমিতে তৈরী করা প্রতিষ্টানে একজনকে দায়িত্ব দিয়ে বিপাকে পড়েছেন প্রতিবন্ধী মজিবুর রহমান রুজদার। রুজদার বাঘা-আড়ানী সড়কের মাঝামাঝি তেঁথুলিয়ায় প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা প্রত্যাশা নামের একটি স্কুল তৈরী করেন। সেই স্কুলে আজদার আলীকে অফিস সহকারী হিসেবে দায়িত্ব দেয়া হয়। প্রতিষ্টানের কাগজপত্র হানিয়ে নিয়ে দখলে নেয়ার চেষ্টা করছেন। বর্তমানে প্রতিবন্ধী রুজদার ন্যায় বিচারের আশায় দ্বারে দ্বারে ঘুরছে।
জানা যায়, বাঘা উপজেলার বাউসা হেদাতীপাড়া গ্রামের প্রতিবন্ধী মজিবুর রহমান রুজদার সমাজসেবা অধিদপ্তর থেকে প্রতি মাসে সাড়ে ৭০০ টাকা ভাতা পান। প্রতিবন্ধী ভাতার টাকা জমিয়ে ও বাবার দেয়া জমির উপর একটি প্রতিবন্ধী স্কুল তৈরী করেন।
রুজদারের স্বপ্ন ছিল লেখাপড়া শিখে নিজ এলাকায় শিক্ষকতা করবেন। কিন্তু ভাগ্যে হয়নি। অবশেষে বাবার দেয়া ২৩ শতাংশ জমির উপর বাঘা-আড়ানী সড়কের তেঁথুলিয়া নামক স্থানে একটি প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা প্রত্যাশা নামে স্কুল তৈরী করেন।
রুজদার ২০০৮ সালে নিজের জমির উপর একটি টিনসেড ঘড় নির্মান করে স্কুলের যাত্রা শুরু করেন। ২০১০ সালের ২৫ মে সমাজ কল্যান মন্ত্রনালয় থেকে অনুমোদন পায়। যার রেজি নম্বর ৮৮০/১০। পরে প্রতিষ্ঠানটির বেতন-ভাতাদির জন্য আবেদন করেন রুজদার। কিন্তু এরমধ্যে সেই অফিস সহকারী আলাদাভাবে এমপিও’র জন্য আবেদন করেন।
এ বিষয়ে গত শুক্রবার (৩ জানুয়ারী) বাঘা থানায় উভয় পক্ষকে নিয়ে সমাধান করা জন্য বৈঠক ডাকা হয়। রহস্যজনক কারনে সে বৈঠকে হাজির হয়নি।
বাউসা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিকুর রহমান শফিক বলেন, রুজদার একজন প্রতিবন্দী তাকে সার্বিকভাবে সকলকে সহযোগিতা করা উচিত বলে তিনি মনে করেন।
এ বিষয়ে আজদার আলী বলেন, বিধি মোতাবেক শিক্ষক নিয়োগের মাধ্যমে প্রতিষ্টান পরিচালিত হচ্ছে। রুজদার এ প্রতিষ্টানের একজন মাত্র দাতা সদস্য। দাতা সদস্য হয়ে নিয়মবর্হিভূতভাবে প্রতিষ্টানের পরিচালক হওয়ার চেষ্টা করছে।
এদিকে মজিবুর রহমান রুজদার বলেন, আমি প্রতিষ্টানটি অনেক কষ্টে গড়ে তুলেছি। আজদার আলীকে প্রতিষ্টানের অফিস সহকারী হিসেবে দায়িত্ব দিয়েছিলাম। সে আমার সরলতার সুযোগ নিয়ে প্রতিষ্টানের মুল কাগজপত্র হাতিয়ে নিয়ে আমাকে বের করে দেয়ার চেষ্টা করছে। ফলে আমি ১৫ জন শিক্ষক কর্মচারী নিয়ে বেকায়দায় পড়েছি।
উপজেলা সমাজা সেবা অফিসার আবদুল হান্নান বলেন, যার পক্ষে প্রয়োজনীয় কাগজপত্র আছে, তার পক্ষে এমপিও’র জন্য সুপারিশ করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা বলেন, যার পক্ষে প্রতিষ্টানের কাগজপত্র আছে, সেই সঠিক বলে আমি মনে করি।