জামালপুর জেলার ইসলামপুর উপজেলায় লটারীর মাধ্যমে নির্বাচিত করে কৃষকের নিকট থেকে আমন ধান/চাল সরকাররি ভাবে সংগ্রহ শুরু করেছেন। এ উপলক্ষে গত ৬জানুয়ারী সোমবার উপজেলা খাদ্য গুদামে ধান সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন করেন স্থানীয় এমপি আলহাজ ফরিদুল হক খান দুলাল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম জামাল আব্দুন নাসের বাবুল, ভাইস চেয়ারম্যান আঃ খালেক আকন্দ, মহিলা ভাইস চেয়ার ম্যান রোজিনা আক্তার চায়না,জেলা পরিষদের সদস্য আব্দুর রাজ্জাক লাল মিয়া, ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা লুৎফর রহমান, উপজেলা আ’লীগের শ্রম বিষয়ক সম্পাদক এসএম জাহাঙ্গীর, কৃষকলীগ সভাপতি তাছির উদ্দিন,মিল মালিক সমিতির সভাপতি আমিরুল ইসলাম,প্রমূখ।
উল্লেখ্য যে,এ উপজেলায় ২৮হাজার ৬৩৩ জন কৃষকের মধ্য উন্মুক্ত লটারীর মাধ্যমে ৯১০ জন কৃষককে নির্বাচিত করে প্রত্যেক কৃষকের নিকট থেকে ২৬ টাকা কেজি দরে ১ মেট্রিক টন করে ধান ক্রয় করা হবে বলে নিশ্চিত করেছেন উপজেলা খাদ্য কর্মকর্তা।