গাইবান্ধার সাঘাটায় দুঃস্থ বিধবা নারীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বগুড়াস্থ দিল-দিগন্ত ইসলামিক কালচারাল সেন্টারের উদ্যোগে গতকাল উপজেলার বোনারপাড়ার পশ্চিমবাটি এলাকায় এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
বিতরণকালে উপস্থিত ছিলেন বগুড়ার ইনডিপেনডেন্ট জেনারেল হাসপাতালের চেয়ারম্যান ও বগুড়া সরকারি আজিজুর হক কলেজের ইসলামের ইতিহাস বিভাগের প্রাক্তন শিক্ষক প্রফেসর মো: গুলজার রহমান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব খন্দকার মো: আজিজার রহমান, অবসর প্রাপ্ত রেলওয়ে কর্মকর্তা নুর মোহাম্মদ, দিল-দিগন্ত ইসলামিক কালচারাল সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ইমাম হোসেন রায়হান, সাংবাদিক খ.ম মিজানুর রহমান রাঙ্গা, ডেনটিস্ট মাহফুজা পারভীন, লালন শিল্পী রানা মাসুদ, শিশু শিল্পী দীন মোহাম্মদ দিগন্ত, শিক্ষক কামাল হোসেন প্রমুখ। এসময় শতাধিক অসহায় দু:স্থ শীতার্ত নারীর শীতবস্ত্র বিতরণ করা হয় ।