নোয়াখালীর সেনবাগ উপজেলা কাবিলপুর ইউনিয়নের শায়েস্তানগর গ্রামের ছুরি,ডাকাতি, ছিনতাই সহ অসামাজিক কাজ রোধ কল্পে শায়েস্তানগর সৃজনশীল সামাজিক সংগঠনের উদ্যোগে গ্রামের বিভিন্ন সড়কের আলোকিত করার লক্ষ্যে বিভিন্ন সড়ক ২ শতাািধক সড়ক বার্তি লাগানোর কাজের উদ্বোধন করা হয়েছে।
এউপলক্ষে মঙ্গলবার সকালে শায়েস্তানগর দরগা বাড়ি জামে মসজিদের সামনে সড়কে বার্তি লাগানোর মধ্যদিয়ে ওই কর্মসূচীর উদ্বোধন করেন-সেনবাগ উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি এ্যাডভোকেট মাহমুদুল হক পাটোয়ারী লেবু। এ সময় উপস্থিত ছিলেন কাবিলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মমিন উল্লাহ, স্থানীয় ৬নং ওয়ার্ড মেম্বার আবুল কালাম আজাদ বতু, সাবেক মেম্বার সফি উল্লা সেলিম, সেনবাগ প্রেস ক্লাবের যুগ্ম সস্পাদক মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সংগঠনের সভাপতি মোঃ ইসমাইল হোসেন, সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম রনি, উপদেষ্ঠা ব্যাপারী জহির, আবদুল মন্নান সহ-সভাপতি খোরশেদ আলম, যুগ্ম সম্পাদক সবুজ, মহিন উদ্দিন, নুর হোসেন, নুরুল আমিন সহ আরো অনেকে।ওই সড়কবার্তি লাগানোর কাজে অর্থ সহযোগীতা করেছে,কুয়েত প্রবাসী সুমন,ইসমাইলে হোসেন মানিক ও আবদুল মতিন। এরআগে সংগঠনের উদ্যোগে মাদক বিরোর্ধী শোভাযাত্রা,দুঃস্থদের আথিক সহযোগীতা করেছেছিলো।