জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগম সাংবাদিকদের জানিয়েছেন, ‘ধর্ষককে দেখলে আইডেন্টিফাই এবং তার স্কেচ তৈরি করার কাজেও সহায়তা করতে পারবেন ভিকটিম।
মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন মেয়েটির সঙ্গে দেখা করে কথা বলেন।
তিনি আরো বলেন, মেয়েটি বলেছে, ধর্ষক মাঝারি গড়নের, চুলের কাট কেমন এবং দেখতে কেমন। দ্রæত ট্রমা কাটাতে পেরেছেন তিনি। এজন্য আমি তার সাহসের প্রশংসা করছি। গত সোমবার (৬ জানুয়ারি) তিনি আজকের মতো স্বাভাবিক অবস্থায় ছিলেন না। তাই এসব তথ্য দিতে পারেননি।’
ঢাকা মেট্রোপরিটন পুলিশের গুলশান বিভাগের উপ-কমিশনার সুদীপ চক্রবর্তী বলেন, ‘ আমাদের সব ব্রাঞ্চ প্রথম থেকেই মামলাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে। এজন্য মামলাটি গোয়েন্দা পুলিশের উত্তর বিভাগে হস্তান্তর করা হয়েছে। আমরা প্রথম থেকেই প্রযুক্তিগত সহায়তা নিচ্ছি। আশেপাশের সিসিটিভির
ফুটেজ নিয়েছি। এখন ফুটেজ দেখে বিশ্লেষণ চলছে। যেহেতু ওই সড়কটি ব্যস্ততম তাই সেখানে যথেষ্ট জনসমাগম রয়েছে। আমরা এখনও সুনির্দিষ্ট করতে পারিনি। তবে চেষ্টা চালিয়ে যাচ্ছি। তদন্তের স্বার্থে এখনই কিছু বলা সম্ভব না।’
প্রসঙ্গত, এর আগে রোববার (৫ জানুয়ারি) বিকাল সাড়ে ৫টার পর ওই ছাত্রী বিশ্ববিদ্যালয়ের বাসে বান্ধবীর বাসায় যাচ্ছিলেন। এ সময় তিনি কুর্মিটোলা বাসস্টেশনে নামেন। এরপর থেকে অজ্ঞাত এক ব্যক্তি তাকে অনুসরণ করতে থাকে। হঠা মাঝপথে তাকে ধরে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে। সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে ঘটনাটি ঘটে। রাত ১০টার দিকে ওই ছাত্রীর জ্ঞান ফেরে। পরে তিনি রিকশায় করে বান্ধবীর বাসায় যান। সেখান থেকে বান্ধবীসহ তার অন্য সহপাঠীরা তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সোমবার সকালে অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে ওই ছাত্রীর বাবা ক্যান্টনমেন্ট থানায় মামলা দায়ের করেন। ঘটনাস্থল চিহ্নিত করে আলামত সংগহ করেছে পুলিশ।