সমাজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে! নারী ও শিশু নির্যাতনের ঘটনা ক্রমে বাড়ছে তো বাড়ছেই। ধর্ষণকারীরা বেপরোয়া হয়ে উঠছে। সমাজ যেন বর্বরতার চরমে চলে যাচ্ছে। এখন যেন নৈতিকতা নির্বাসিতপ্রায়। মানবিক মূল্যবোধের অবক্ষয় তলানীতে পৌঁছেছে। ইতোপূর্বে ধর্ষণের শিকার তনু, মিতু, নুসরাতের নাম মানুষের মুখে মুখে ফেরে। বিচারের দাবিতে সোচ্চার জনতার কণ্ঠ স্তিমিত হতে না হতেই আবারও ধর্ষণের খবর! যুক্ত হয় ধর্ষিত, নিপীড়িত, নির্যাতিত নতুন মুখ। এই চক্রেই কাছে আর কতদিন আটকে থাকবো আমরা? গত রোববার রাজধানী ঢাকার কুর্মিটোলায় ধর্ষিত হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী। ঘটনাটি খুবই দুঃখজনক ও অনাকাঙ্খিত। নিন্দা জানানোর ভাষাও নেই আমাদের। প্রশ্ন উঠেছে, বিশ্ববিদ্যালয়ের বাস থেকে নেমে বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী যদি সন্ধ্যাবেলায় এভাবে ধর্ষিত হন তাহলে রাজধানীর পথেঘাটে নারীর নিরাপত্তা কতটুকু? এর অর্থ, আমাদের রাষ্ট্র নিরাপদ নয়, এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো নেই। যে কেউ যে কোনো সময়, যে কোনো কিছু করে ফেলতে পারে!
দেশ উন্নয়নের রোল মডেল হয়েছে। গ্রামকে শহরে রূপান্তরের স্বপ্ন দেখছি আমরা। কিন্তু মানুষের মানবিক ও মনুষ্যত্ববোধ যে জাগিয়ে তোলা সম্ভব হয়নি, এই ঘটনাটি তারই প্রমাণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানে লেখাপড়ার সুযোগে যে ছাত্রী ও তার পরিবারকে এক সুন্দর স্বপ্নের পথে হাঁটার প্রেরণা জুগিয়েছিল। আজ তার সেই স্বপ্ন পূরণের পথে যুক্ত হলো কাঁটা। এই দুঃসহ দুঃস্বপ্ন তাকে তাড়িয়ে বেড়াবে সারা জীবন।
বান্ধবির বাসায় যাওয়ার পথে বিমানবন্দর সড়কে কুর্মিটোলায় নামার পর আলো-আঁধারি পরিবেশে কেউ একজন পাশ থেকে তার মুখ চেপে ধরে। এরপর তাকে জোর করে পাশের জঙ্গলে নেওয়া হয়। একপর্যায়ে মারধর ও গলা টিপে ধরায় অচেতন হয়ে পড়েন তিনি। পরবর্তীতে ঝোপের মধ্যে মেয়েটির ইনহেলার, ক্লাসের নোটবুক, লেকচার শিট, ঘড়ি, চাবির রিং, জুতা ও কালো রঙের একটি জিনসও পাওয়া যায়।
আমরা মনে করি, যথাযথ বিচার না করা ধর্ষণ ও নারী নির্যাতন বন্ধ না হওয়ার অন্যতম কারণ। একজন নারীকে ধর্ষণ করে যদি নিরাপদে থাকা যায়, যদি বিচার না হয়; তাহলে তো ধর্ষকরা বেপরোয়া হবেই। আমরা মনে করি, আইনশৃঙ্খলা বাহিনী থেকে প্রশাসন কেউই এ ঘটনার দায় এড়াতে পারে না। নাগরিক হিসেবে প্রত্যেকে নিরাপত্তা পাওয়ার অধিকারী। কিন্তু রাষ্ট্র সে অধিকার দিতে ব্যর্থ হলে তার দায় রাষ্ট্রকেই নিতে হবে। কুর্মিটোলার আগে-পরে নির্জন এ দীর্ঘপথে পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকায় প্রায়ই নানা অপরাধ ঘটে। এ ছাড়া বিভিন্ন সময়ে গণমাধ্যমে ধর্ষণ, মাদক সেবন, ছিনতাই, খুনসহ অন্যান্য অপরাধের তথ্য জানানো হলেও সংশ্লিষ্টদের টনক নড়েনি। নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে বাংলাদেশে শক্ত আইন আছে। সংশ্লিষ্টরা তৎপর হলে কোনো অপরাধীই রেহাই পাবে না। আমরা আশা করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণকারীও অবিলম্বে গ্রেপ্তার হবে। তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি আমরা।