মোল্লাহাটে গরীব শীতার্তদের মাঝে জননেতা শেখ হেলাল উদ্দীন এমপি’র কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে সংক্ষিপ্ত আলোচনা সভার মধ্যমে এ কম্বল বিতরণ করা হয়। জননেতা শেখ হেলাল উদ্দীনের পক্ষে ওই অনুষ্ঠানে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এস,এম, কামাল হোসেন। উপজেলা আওয়ামীলীগ সভাপতি কালিপদ বিশ্বাসের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগ সাধারণ সম্পাদক শাহিনুল আলম ছানা, উপজেলা নির্বাাহী অফিসার মাফ্ফারা তাসনীন, শেখ হেলাল উদ্দীন এমপি’র একান্ত সহকারী মোঃ ফিরোজ ও সিকদার ওয়ালিদ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজাসহ আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মী প্রমূখ।